যুক্তরাজ্যে সবচেয়ে বেশি সময় রাজক্ষমতায় থাকা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে সরকার ও রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি শোক জানিয়েছেন বিভিন্ন অঙ্গনের তারকারা। তাদের একজন তামিল সুপারস্টার কমল হাসান।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শোকবার্তায় রানিকে নিয়ে স্মৃতিচারণ করেন এ অভিনেতা। তিনি জানান, তাদের আমন্ত্রণে সিনেমার শুটিংয়ের সেটে এসেছিলেন রানি।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, রানির মৃত্যুর পরদিন শুক্রবার তামিল ভাষায় টুইটটি করেন কমল। এতে তিনি লেখেন, ‘যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবর শুনে আমি শোকাহত। শুধু ব্রিটিশরাই নন; সারা বিশ্বই তাকে ভালোবাসত।
‘২৫ বছর আগে তিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন এবং মারুধনায়গম-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এটি সম্ভবত একমাত্র সিনেমার শুট, যাতে তিনি অংশ নিয়েছিলেন।’
রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করে কমল হাসান লেখেন, ‘লন্ডনের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পাঁচ বছর আগে প্রাসাদে তার সঙ্গে সাক্ষাতের স্মৃতি এখনও সজীব। প্রিয় রানিকে হারানোয় ইংল্যান্ডের জনগণ ও রাজপরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’
எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார். (1/3) pic.twitter.com/EFmKfqls7U
— Kamal Haasan (@ikamalhaasan) September 9, 2022১৯৯৭ সালে কমল হাসানের সিনেমামারুধনায়কম-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রানি এলিজাবেথ। যদিও এ সিনেমাটি অসমাপ্তই রয়ে গেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল দুর্গে মৃত্যু হয় রানি দ্বিতীয় এলিজাবেথের। তার বয়স হয়েছিল ৯৬ বছর।
রানির জ্যেষ্ঠ ছেলে, তার উত্তরসূরি ও নতুন রাজা চার্লস এক বিবৃতিতে মায়ের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।
৭৩ বছর বয়সী চার্লস বিবৃতিতে বলেন, ‘আমার মা, মহামান্য রানির মৃত্যু আমি ও আমার পরিবারের সব সদস্যের জন্য কঠিনতম শোকের ক্ষণ।
‘আমি জানি তার শূন্যতা দেশ, রানিকে মান্যকারী রাষ্ট্র ও বিশ্বজুড়ে অগণিত মানুষের মধ্যে গভীরভাবে অনুভূত হবে।’