কিংবদন্তি সংগীত ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিকর্ম বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নতুন ভবনে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
এফডিসিতে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গাজী মাজহারের মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, ‘এফডিসির নতুন ভবনে একটি জায়গা রয়েছে। সেখানে দেশের গুণী শিল্পী, গীতিকার, সুরকারদের সৃষ্টিকর্ম সংরক্ষণ করা হবে। সেখানেই গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিও সংরক্ষণ করা হবে।’
তিনি বলেন, গাজী মাজহারুল আনোয়ার ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিনি আরও বেঁচে থাকলে দেশের সংস্কৃতি অঙ্গন আরও সমৃদ্ধ হতো।
দেশের নামী কণ্ঠশিল্পী কনকচাঁপা বলেন, ‘গাজী ভাইকে নিয়ে বলার স্পর্ধা আমার নাই। তিনি আমাদের গানের জগতের কোহিনূর। আমি তাকে কবি বলি।’
বেলা একটা থেকে এফডিসিতে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। সেখানে প্রথম জানাজা শেষে বাদ আসর গুলশানের আজাদ মসজিদে হবে দ্বিতীয় জানাজা। বনানীতে হবে গাজী মাজহারুল আনোয়ারের দাফন।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রোববার সকাল ৭টা ৫৫ মিনিটে মৃত্যু হয় কিংবদন্তি গীতিকার মাজহারুল আনোয়ারের।