কিংবদন্তি সংগীতজ্ঞ, গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘গাজী মাজহারুল আনোয়ার তার সৃষ্টির মাধ্যমে সমৃদ্ধ করেছেন দেশের সংস্কৃতিকে। তার মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গন বিশেষ করে সংগীতাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।’
রাষ্ট্রপতি মরহুম গাজী মাজহারুল আনোয়ারের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এক শোকবার্তায় গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান সরকারপ্রধান।
রোববার সকাল ৭টা ৫৫ মিনিটে মারা যান গাজী মাজহারুল আনোয়ার। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ সবার শ্রদ্ধার জন্য সোমবার বেলা ১১টায় রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে বেলা সাড়ে ১২টায় নিয়ে যাওয়া হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)।
এফডিসিতে হবে তার প্রথম জানাজা। চলচ্চিত্রাঙ্গনের মানুষদের শ্রদ্ধা নিবেদন শেষে গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে। সেখানে দ্বিতীয় জানাজার পর চিরনিদ্রায় শায়িত করা হবে গাজী মাজহারুল আনোয়ারকে।