বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

একে অপরকে কী নামে ডাকেন চঞ্চল-অনির্বাণ

  •    
  • ৩ সেপ্টেম্বর, ২০২২ ১৭:২৮

অনির্বাণ অভিনীত ও পরিচালিত দর্শকনন্দিত সিরিজ মন্দার-এ অভিনয় করার কথা ছিল চঞ্চলের। তবে করোনার কারণে তা আর হয়ে ওঠেনি। সেই সময়ই প্রথম আলাপ হয়েছিল দুজনের।

দেশের তুমুল জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। নাহ, শুধু দেশে বলা ভুল হবে, দেশের গণ্ডি পেরিয়ে একই রকম জনপ্রিয় ভারতের পশ্চিমবঙ্গেও। সম্প্রতি হইচইতে মুক্তি পাওয়া কারাগার ওয়েব সিরিজে অভিনয় দিয়ে সেই জনপ্রিয়তা যেন আরও কয়েক গুণ বেড়েছে।

একইভাবে বাংলাদেশের দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় পশ্চিমবঙ্গের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। সম্প্রতি মুক্তি পাওয়া তার অভিনীত ও পরিচালিত দর্শকনন্দিত সিরিজ মন্দার-এ অভিনয় করার কথা ছিল চঞ্চলের, তবে তা আর হয়ে ওঠেনি, কিন্তু কেন? এই দুই অভিনেতার সম্পর্কটা আসলে কেমন? একে অপরকে কী নামে ডাকেন তারা?

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের সঙ্গে আলাপকালে এসব নিয়ে কথা বলেছেন চঞ্চল চৌধুরী।

তিনি জানান, একে-অপরকে অন্য নামে ডাকেন তারা। অনির্বাণ তাকে ডাকেন ‘বড়বাবু’ বলে। আর অনির্বাণ হলেন তার ‘ছোটবাবু’।

মন্দার-এ কাজ করতে না পারার বিষয়ে চঞ্চল বলেন, ‘করোনা পরিস্থিতি একটা বড় কারণ। সময়মতো কাজ শেষ করতে হতো। তখন সদ্য আলাপ হয়েছিল অনির্বাণের সঙ্গে।’

শুধু তা-ই নয়, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ নামে ওয়েব সিরিজে অভিনয় করার কথা ছিল চঞ্চলের। করোনার কারণে সেটাও করা হয়নি বলে জানান তিনি।

চঞ্চল বলেন, ‘এই করোনা পরিস্থিতির কারণে সৃজিতদার রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি সিরিজেও কাজ করে উঠতে পারিনি। পরবর্তীকালে এ ধরনের চরিত্রের যদি আরও সুযোগ আসে, তবে অবশ্যই করব।’

এ বিভাগের আরো খবর