বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সোশ্যাল মিডিয়ার আসল আইডি, পেজ জানালেন শাবনূর

  •    
  • ২ সেপ্টেম্বর, ২০২২ ১৭:৫৭

‘আপনারা যাতে আমার সোশ্যাল মিডিয়ার সকল আইডি, পেজ, অ্যাকাউন্ট ও চ্যানেলের সঠিক পরিচয় জানতে পারেন এবং অন্য কারও দ্বারা বিভ্রান্ত বা প্রতারিত না হন, সে জন্য আমি শাবনূর আমার তথ্যগুলো আপনাদের সুবিধার্থে দিয়ে রাখলাম।’

দেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর দীর্ঘদিন ধরেই আছেন অস্ট্রেলিয়ায়। সেখান থেকেই তিনি তার ভক্তদের সঙ্গে নানা কিছু ভাগ করে নেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

সেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর অ্যাকাউন্ট নিয়ে মাঝেমধ্যেই ঝামেলায় পড়েছেন বলে একাধিকবার জানিয়েছেন শাবনূর। অ্যাকাউন্ট হ্যাক, ফেক অ্যাকাউন্ট নিয়ে তার ঝামেলা এখনও শেষ হয়নি।

তাই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা ভিডিও বার্তায় ভক্ত-দর্শক ও নেটিজেনদের সাবধান হতে বলেছেন এ অভিনেত্রী এবং জানিয়ে দিয়েছেন বিভিন্ন মাধ্যমে নিজের আসল অ্যাকাউন্টগুলোর ব্যাপারে।

শাবনূর তার ভিডিও বার্তায় বলেন, ‘আশা করি সবাই ভালো আছেন, আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তারা জানেন যে, আমার নামে অসংখ্য ফেইক বা ভুয়া ফেসবুক আইডি, পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল খুলে চালিয়ে যাওয়া হচ্ছে।

‘আমি বারবার বলার পরও তাদের থামানো যাচ্ছে না। এসব ভুয়া পেজ, আইডি বা অ্যাকাউন্টের জন্য আমার ভক্তরা প্রতিনিয়ত বিভ্রান্ত হচ্ছেন এবং আমার কিছু সহজ-সরল ভক্ত যে মাঝেমধ্যে প্রতারিত হচ্ছেন তার খবরও বিভিন্ন সূত্র থেকে জেনে আসছি।’

তিনি আরও বলেন, ‘তাই আপনারা যাতে আমার সোশ্যাল মিডিয়ার সকল আইডি, পেজ, অ্যাকাউন্ট ও চ্যানেলের সঠিক পরিচয় জানতে পারেন এবং অন্য কারও দ্বারা বিভ্রান্ত বা প্রতারিত না হন, সে জন্য আমি শাবনূর আমার তথ্যগুলো আপনাদের সুবিধার্থে দিয়ে রাখলাম।’

বিভিন্ন মাধ্যমে শাবনূরের আসল অ্যাকাউন্ট ও পেজগুলোর লিংক নিচে দেয়া হলো-

ফেসবুক অ্যাকাউন্ট: Shabnoor Sabnurলিংক: https://www.facebook.com/shabnoor.sabnurফেসবুক পেজ: Shabnoorলিংক: https://www.facebook.com/Shabnoor-204105041633411/

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট: Shabnoor_originalলিংক: https://instagram.com/shabnoor_original?igshid=YmMyMTA2M2Y=ইউটিউব চ্যানেল: Shabnoorলিংক: https://youtube.com/channel/UCyupWE91puSxws9l0BlK2Dw

এ বিভাগের আরো খবর