২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হন ফারাজ আইয়াজ হোসেন। বাংলাদেশের এই তরুণের নামে বলিউডে নির্মিত হয়েছে সিনেমা ফারাজ।
টি-সিরিজের ব্যানারে ফারাজ সিনেমাটির পরিচালক ওয়েব সিরিজ স্ক্যাম ১৯৯২-খ্যাত পরিচালক হংসল মেহতা। এ সিনেমাটি নিয়েই শুক্রবার সকালে কিছু তথ্য দেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
ফারুকী তার স্ট্যাটাসে জানান, হলি আর্টিজান নিয়ে বলিউডের সিনেমা মুক্তি পাবে শিগগিরই, কিন্তু হলি আর্টিজান উল্লেখ না থাকলেও এবং কোনো রিয়াল ক্যারেক্টার না থাকলেও শনিবার বিকেল আটকে আছে সাড়ে তিন বছর।
যে সময় ফারুকী তার শনিবার বিকেল সিনেমা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি না পাওয়া নিয়ে ফেসবুকে হতাশার কথা প্রকাশ করছেন, একই সময় হংসল মেহতা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন ফারাজ বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হতে যাচ্ছে।
হংসলের এ স্ট্যাটাস নিয়ে খবরও প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ অনলাইন। অথচ ফারাজ যেন না নির্মিত হয় সে জন্য সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠান, পরিচালক ও দুই প্রযোজককে আইনি নোটিশ পাঠিয়েছিল বাংলাদেশের অবিন্তা কবীর ফাউন্ডেশন।
তার পরও সিনেমাটি নির্মিত হয়েছে এবং প্রদর্শিত হতে যাচ্ছে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে।
হংসল তার ইনস্টায় লিখেছেন, ‘বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল আমাদের ভালোবাসার, শ্রমের ফারাজ সিনেমা নির্বাচন করায় সম্মানিত ও কৃতজ্ঞ। অনেক আবেগ, ধৈর্য এবং অধ্যবসায় আমাদের এ পর্যন্ত নিয়ে এসেছে। পুরো টিমকে অনেক ধন্যবাদ, তারাই এটা সম্ভব করেছে।’
ফারাজ সিনেমায় অভিষেক হতে যাচ্চে অভিনেতা শশী কাপুরের নাতি জাহান কাপুরের এবং অভিনেতা পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়ালের।
সিনেমাটি প্রেক্ষাগৃহে কবে মুক্তি পাবে তা এখনও জানাননি সিনেমাটির পরিচালক, প্রযোজক বা কোনো সূত্র।