বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘বাংলাদেশি নির্মাতা হওয়াটা অপরাধের’

  •    
  • ২ সেপ্টেম্বর, ২০২২ ১২:৩৩

চাপা কষ্ট ও ক্ষোভ নিয়ে ফারুকী লেখেন, ‘একই সঙ্গে আমি একজন বাংলাদেশি ফিল্মমেকার হিসেবে অনুতপ্ত, ক্ষুব্ধ, বিরক্ত! আমার ছবিতে কোথাও হোলি আর্টিজান মেনশন করা নাই, আমার ছবিতে হোলি আর্টিজানের কোনো রিয়াল ক্যারেক্টার পোর্ট্রে করা হয় নাই, তারপরও স্রেফ এই দেশের হতভাগা ফিল্মমেকার হওয়ার অপরাধে আমার ছবিটাকে সাড়ে তিন বছর আটকে রাখা হইলো। আমি কাকে অভিসম্পাত দিবো? কাকে? কাকে? নিজের জন্মকে তো আর অভিসম্পাত দেয়া যায় না।’

বাংলাদেশি নির্মাতা হওয়ার জন্য তার নির্মিত চলচ্চিত্র শনিবার বিকেল সাড়ে তিন বছর ধরে আটকে আছে বলে মনে করেন খ্যাতিমান পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার সকালে বলিউডের একটি ঘটনার উদাহরণ দিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দুঃখ প্রকাশ করেন ফারুকী।

তিনি লেখেন, ‘আপনারা দেখছেন আমি কতোটা নিয়ন্ত্রণ করছি আমার আবেগ। এমনকি এবসোলিউট বুলশিটের উত্তরও না দিয়া কনফ্লিক্ট এড়াইয়া গেছি।

‘কিন্তু আজকে সকালে একটা খবর পড়ে, যদিও খবরটা আগে থেকেই জানতাম, আমার রাগ, ক্ষোভ, অভিমান আর নিয়ন্ত্রণ করতে পারলাম না!’

হলি আর্টিজানের ঘটনা ও সেই ঘটনার একটি চরিত্র ফারাজকে নিয়ে একটি সিনেমা নির্মাণের কথা বলিউডে। সেই সিনেমা মুক্তি পেতে যাচ্ছে বলে উল্লেখ করেন ফারুকী।

তিনি লেখেন, ‘হোলি আর্টিজানের ওপর নির্মিত ভারতীয় ছবি ফারাজ দ্রুতই মুক্তি পাবে। আমার ভারতীয় ফেলো ফিল্মমেকার হানসাল মেহতার জন্য আমি আনন্দিত যে তিনি তার ছবিটা শেষ করে মুক্তি দিতে পারছেন। হয়তো দ্রুতই আপনারাও সেটা দেখতে পারবেন।’

চাপা কষ্ট ও ক্ষোভ নিয়ে ফারুকী লেখেন, ‘একই সঙ্গে আমি একজন বাংলাদেশি ফিল্মমেকার হিসেবে অনুতপ্ত, ক্ষুব্ধ, বিরক্ত! আমার ছবিতে কোথাও হোলি আর্টিজান মেনশন করা নাই, আমার ছবিতে হোলি আর্টিজানের কোনো রিয়াল ক্যারেক্টার পোর্ট্রে করা হয় নাই, তারপরও স্রেফ এই দেশের হতভাগা ফিল্মমেকার হওয়ার অপরাধে আমার ছবিটাকে সাড়ে তিন বছর আটকে রাখা হইলো। আমি কাকে অভিসম্পাত দিবো? কাকে? কাকে? নিজের জন্মকে তো আর অভিসম্পাত দেয়া যায় না।’

ফারাজ সিনেমাটি যেন না হয়, সে জন্য বাংলাদেশ থেকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন ওই ঘটনায় নিহতদের পরিবার (অবন্তীর পরিবার)। আইনি লড়াইটা লড়ছেন মিতি সানজানা।

জানা যায়, গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঘটা ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে শনিবার বিকেল নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।

দেশে সিনেমাটি এখনও প্রদর্শিত না হলেও মিউনিখ, মস্কো, সিডনি, বুসান, প্যারিসের ভেসুল ফিল্ম ফেস্টিভ্যালে শনিবার বিকেল প্রদর্শিত হয়েছে এবং পুরস্কৃতও হয়েছে।

বাংলাদেশ, ভারত ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত শনিবার বিকেল। প্রযোজনায় আরও আছে জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং ভারতের শ্যাম সুন্দর দে।

এতে অভিনয় করেছেন অস্কার মনোনীত ওমর সিনেমার অভিনেতা ইয়াদ হুরানি, নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, ইরেশ জাকের, পরমব্রত চট্টোপাধ্যায়সহ অনেকে।

এ বিভাগের আরো খবর