বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘নাইনটিন এইটি ফোর: ১৯৮৪’ এলো নগরে 

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২ সেপ্টেম্বর, ২০২২ ১২:০৬

ফেসবুকে ব্যান্ডটির পেজে লেখা রয়েছে ‘আমরা নদী ও বৃক্ষকে ভালোবাসতে গিয়ে গান ভালোবেসে ফেলা একদল মানুষ, এই শহরের- ‘নাইনটিন এইটি ফোর: ১৯৮৪’। ব্যান্ডের প্রধান গায়ক ও দলনেতা কবি গ্যাব্রিয়েল সুমন।

এই নগরে বেশ কয়েক বছর ধরে নিয়মিত চর্চা চালিয়ে আসছেন একদল সংগীতপ্রেমী মানুষ। স্বপ্নবাজ মানুষগুলো সে চর্চার আনুষ্ঠানিক নাম দিয়েছেন ‘নাইনটিন এইটি ফোর: ১৯৮৪’। নগরে নতুন এই ব্যান্ড এনেছেন তারা।

ফেসবুকে ব্যান্ডটির পেজে লেখা রয়েছে ‘আমরা নদী ও বৃক্ষকে ভালোবাসতে গিয়ে গান ভালোবেসে ফেলা একদল মানুষ, এই শহরের- ‘নাইনটিন এইটি ফোর: ১৯৮৪’। ব্যান্ডের প্রধান গায়ক ও দলনেতা কবি গ্যাব্রিয়েল সুমন।

কখনও সিনেমা বানাচ্ছেন, কখনও মূলধারার সাহিত্যে কবিতা চর্চা করছেন, আবার কখনও শুধুই সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছেন এই তরুণ। এভাবেই মাথার ভেতর একের পর এক জন্ম হয়েছে গানের। এখন তিনি সেই গানগুলো গাইতে এসেছেন একটি ব্যান্ড দলের হয়ে, গায়কের বেশে।

শুক্রবার সন্ধ্যা ৬টায় এক্সপেরিমেন্টাল আরবান ফোক ব্যান্ড ‘নাইনটিন এইটি ফোর: ১৯৮৪’ পারফর্ম করবে বনানীর বাঁশঝাড় স্টুডিওতে। এই শোয়ে তারা নিজেদের বেশ কয়েকটি মৌলিক গান করবে। টিকিট পাওয়া যাবে শোয়ের আগে কাউন্টারে। বাঁশঝাড় স্টুডিওর ঠিকানা: বাসা-৩৩, রোড-১৮, ব্লক-জে, বনানী, ঢাকা।

গানগুলো সৃজন করা হয়েছে বিগত এক যুগের বেশি সময় ধরে। সঙ্গে ছিলেন আরেকটি ব্যান্ড ‘ভাঙ্গা মূর্তির কিচিরমিচির' ব্যান্ডের গিটারিস্ট ও দলনেতা শাম আহমদ। পরে তাদের সাথে যোগ দেন আরও দুজন, দীপ্তি অরণি ও সিফাত শাহরিয়ার তন্ময়। অরণি পড়াশোনা করেছেন ঢাকা ইউনিভারসিটির সংগীত বিভাগে। একটি প্রাইভেট ইউনিভারসিটিতে শিক্ষকতাও করছেন একই বিষয়ে। আর তন্ময় লিড গিটারিস্ট হিসেবে ছিলেন গ্যাব্রিয়েল সুমনের আরেকটি বিগত ব্যান্ড ‘ঢাকা মেট্রো’তে।

গ্যাব্রিয়েল সুমন বলেন, ‘সারা দুনিয়াতেই অরগানিক মিউজিকের সংকট চলছিল। প্রথাগত মিউজিশিয়ানদের কাছ থেকে আমরা যে গান পাচ্ছিলাম সেটা হৃদয়কে শীতল করতে পারছিল না। আমার নিজের বুকের ভিতর মাথার ভেতর শ খানেক গান ছিল। জীবনানন্দ দাশ ও অন্য কবিদের কবিতা আরও প্রায় শ খানেক গান তৈরি হয়েই ছিল বিগত ১৬ বছরে। প্লেগের পরে রেনেসাঁ এসেছিল। আমার মনে হলো করোনা চলে গেছে বা যাচ্ছে, এখন এই গানগুলো সামনে আসা নিয়ে আসা যায়।’

এ বিভাগের আরো খবর