বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আল্লু অর্জুনের কে-পপ ঝড়

  •    
  • ১ সেপ্টেম্বর, ২০২২ ১৯:১৮

২২ আগস্ট কোক স্টুডিও ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়া সেই গানটি ঝড় তুলেছে। ১১ দিনের মাথায় ২ কোটি ৮৯ লাখের বেশিবার দেখা হয়েছে ভিডিওটি।

পুষ্পা সিনেমার পর বিশ্বব্যাপী খ্যাতি কুড়িয়েছেন ভারতের তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন। সেটার প্রমাণ আরেকবার মিলল সম্প্রতি নতুন এক মিউজিক ভিডিওতে।

সম্প্রতি কে-পপ গার্ল ব্যান্ড ট্রাইবের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে পারফর্ম করেছেন আল্লু। গত ২২ আগস্ট কোক স্টুডিও ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়া সেই গানটি ঝড় তুলেছে।

১১ দিনের মাথায় ২ কোটি ৮৯ লাখের বেশিবার দেখা হয়েছে ভিডিওটি।

‘মেমু আগামু’ (উই ওন্ট স্টপ) টাইটেলের গানটির মূল ভোকাল আরমান মালিক। গানটিতে আল্লু অর্জুন যেমন কোরিয়ান হার্ট শেপ করে দেখিয়েছেন, তেমনি ট্রাইবের সদস্যরাও পুষ্পার সামি সামি গানের স্টেপ করেছেন।

আল্লু অর্জুন ও ট্রাইবের সদস্যদের সঙ্গে অনবদ্য কোলাজ মন ছুঁয়ে নিয়েছে দর্শকদের।

বিশ্বব্যাপী যেমন জনপ্রিয় হয়ে উঠছে কে-পপ, একই সঙ্গে জনপ্রিয় হয়ে উঠছেন ভারতীয় সিনে তারকারাও। তাই দুই সংস্কৃতির মিশেল ঝড় তুলেছে দর্শক মনে।

গানটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে গত ২২ আগস্ট ইনস্টাগ্রামে পোস্ট দেন আল্লু অর্জুন।

গানটির ছোট্ট একটি শেয়ার করে তিনি লেখেন, ‘অবশেষে আপনার কাছে মেমু আগামু নিয়ে আসতে পেরে খুব খুশি। এটির অংশ হওয়ার প্রতিটি মুহূর্ত ভালো লেগেছে।’

এ বিভাগের আরো খবর