ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত পুষ্পা: দ্য রাইজ মুক্তি পায় গত বছরের ১৭ ডিসেম্বর। এরপর শুধু দেশটিতেই নয়, বিশ্বে ছড়িয়ে থাকা ভারতীয় সিনেমাপ্রেমীদের কাছে তুমুল জনপ্রিয়তা পায় সিনেমাটি।
এর গান, সংলাপ, আল্লু অর্জনের নাচের হুক স্টেপ নানাভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
গত রোজার ঈদে পুষ্পা নামে পোশাকও এসেছিল বাংলাদেশের বাজারে। সাইবার ক্রাইম সচেতনতায় পুষ্পার সংলাপ ব্যবহার করেছে কলকাতা পুলিশ। এমন করে নানাভাবে ধরা দিয়েছেন পুষ্পা।
তেমনই এবার ধরা দিয়েছিলেন সনাতন ধর্মালম্বীদের দেবতা গণেশ রূপে। বুধবার ভারতের মহারাষ্ট্রে ধুমধাম করে হলো গণেশ পূজা। সেখানেই দেখা যায় পুষ্পা সাজে গণেশকে।
পুষ্পার মতো দেখতে সাদা কুর্তা, পায়জামা পরিহিত একটি গণেশ মূর্তির ছবি ও ভিডিও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। সেখানে দেখা যায়, পুষ্পার আইকনিক পোজে গণেশের মূর্তি।
গণেশের চার হাতের এক হাত আল্লু অর্জুনের স্টাইলে চিবুক ছুঁয়েছে। বেশভূষাতেও যেন অবিকল পুষ্পার মতই। হাতে-গলায় সোনার চেন, পরনে সাদা শার্ট আর প্যান্ট। হুবহু গণেশরূপী পুষ্পারাজ।
অবশ্যপুষ্পাকে গণেশ রূপে দেখে নেটিজেনরা নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন।
‘ম্যায় ঝুকেগা নেহি’ (আমি মাথা নত করব না) সিনেমাটির এমন সংলাপ ধার করে মজা করে এক নেটিজেন লিখেছেন, ‘বাস্তবে পুষ্পাকে প্রভু গণেশের সামনে মাথা নত করতে হবে।’
But reality is pushpa ko ganpati ke samne jhukna padega...... 😂😂🤗
— VISHNU SUWARNKAR (@VishnuSuwarnkar) August 31, 2022আবার কেউ কেউ গণেশকে পুষ্পা রূপে দেখে খুশি হতে পারেননি। একজন লিখেছেন, ‘এটা ভালো নয়।’ এমন নানা প্রতিক্রিয়ায় ভরে ছেয়ে গেছে টুইটার।
This is not good!
— Sachin Pandey (@kindadiplomatic) August 30, 2022তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়, হিন্দিসহ পাঁচটি ভাষায় মুক্তি পাওয়া পুষ্পা ঝড় তুলেছিল বক্স অফিসে। এর সিক্যুয়ালের শুটিংয়ের প্রস্তুতি শুরু হয়েছে বলেও খবর পাওয়া গেছে।