দেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দার সিনেমা নির্মাণ করবেন টালিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ-এর প্রযোজনায়। জিৎ নিজেও থাকবেন সে সিনেমায়। এমন একটি সংবাদ সম্প্রতি প্রকাশ করেছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জিতের এই নতুন সিনেমাটি পরিচালনা করতে পারেন বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমাদ্দার।
তবে সঞ্জয় সমাদ্দার বিষয়টি নিয়ে নিশ্চত করে কিছু জানাতে নারাজ। তিনি নিউজবাংলাকে জানান, তার সঙ্গে কোনো কথা না বলেই সংবাদটি প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।
জিতের প্রযোজনায় জিৎকে নিয়ে সঞ্জয় সমাদ্দারের সিনেমা নির্মাণের তথ্য দিয়ে প্রকাশিত সংবাদটিকে ‘ভুল’ বলে উড়িয়ে দেননি পরিচালক। সঞ্জয় বলেন, ‘সংবাদটি ভুল না ঠিক, সেটা বিষয় না। বিষয়টা হলো, এটা নিয়ে কথা বলার মতো কিছু তৈরি হয়নি।’
ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, জিৎ প্রযোজিত নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটিতে নাকি চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার অপরাজিত সিনেমার অভিনেতা জিতু।
ভারতীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে, সিনেমায় কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী হিসেবে দেখা যেতে পারে কলকাতা বা বাংলাদেশের কোনো অভিনেত্রীকে।
এমনকি সিনেমায় নাকি প্রথমে দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের কাজ করার কথা ছিল। পরে মোশাররফের জায়গায় প্রসেনজিতের অভিনয় করার কথা শোনা যায়। কিন্তু এ পরিকল্পনাও বাস্তবায়ন না হওয়ায় সুযোগ পান জিতু।
নির্মাতা সঞ্জয় সমাদ্দার অবশ্য এসব তথ্য একবাক্যে স্বীকার করেননি। তিনি জানান, এসব তথ্যের কোনো নির্ভরযোগ্য সূত্র প্রকাশিত সংবাদে উল্লেখ নেই। কীভাবে এমন সংবাদ প্রকাশ পেল, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নির্মাতা।