ইরস নাও ভারতীয় একটি সাবস্ক্রিপশন ভিত্তিক ওভার দ্য টপ (ওটিটি), ভিডিও অন ডিমান্ড (ভিওডি) এবং বিনোদন মূলক প্ল্যাটফর্ম। এদেশের নেটিজেনদের কাছে বেশ পরিচিত নামটি।
ভারতের বিভিন্ন প্রদেশসহ অনেকে দেশে ইরস নাও তাদের কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশেও কাজ শুরু করেছে প্ল্যাটফর্মটি। ফেসবুকে ইরস নাও মারাঠি, ইরস নাও সাউথ এর মতো ইরস নাও বাংলাদেশ নামের একটি ভেরিফায়েড পেজ রয়েছে।
সেই পেজে প্রকাশ পেয়েছে বাংলাদেশের সিক্স নামের একটি কনটেন্টের টিজার। তানিম পারভেজ পরিচালিত এ সিরিজটিই হতে যাচ্ছে ইরস নাও বাংলাদেশের প্রথম অরিজিনাল।
ইরস নাও বাংলাদেশ ভেরিফায়েড ফেসবুক পেজে টিজারটি প্রকাশ করে তার ক্যাপশনে লেখা হয়েছে, ‘চারিদিকে অস্থিরতা। চাপা ক্ষোভ থেকে হত্যা। অগ্নিকাণ্ড কিংবা রেললাইনে খুন। পেছনে কে? কেউ কি ঠাণ্ডা মাথায় সবকিছু করছে?’
ইরস নাও এর হয়ে বাংলাদেশে কাজ করে এলবিসি মিডিয়া। প্রতিষ্ঠানটির ম্যানেজার সুজয় কে. শর্মা নিউজবাংলাকে বলেন, ‘ইরস নাও বাংলাদেশে কাজ করে আমাদের মাধ্যমে। আমরা ইরস নাও এর হয়ে সিক্স নির্মাণ করেছি। ইরস নাও এর প্ল্যাটফর্মে দর্শকরা এটি দেখতে পারবেন।’
তিনি জানান ২ সেপ্টেম্বর সিক্স মুক্তি পাবে এবং প্রথম থেকেই এটি বাংলা ও হিন্দি ভাষায় দেখতে পারবেন দেশ-বিদেশের দর্শকরা। আগ্রহীরা ইরস নাও এর অ্যাপ নামিয়ে সাবস্ক্রাইব করে কনটেন্টটি দেখতে পারবেন।
সুজয় আরও বলেন, ‘সিক্স কাজটি আমরা করেছি দেড় বছর ধরে। আমাদের আরও কাজ করার ইচ্ছা আছে। তবে সেগুলো নির্ভর করছে। সিক্স সিরিজটি কেমন যাবে, সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়।’
সিক্স সিরেজের মাধ্যমে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। আরও আছেন নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমি, অপর্ণা ঘোষ, সোহেল মন্ডল, তারিক আনাম খান, ইয়াশ রোহান, অশোক ব্যাপারী।
সিরিজটিতে থ্রিলার, ড্রামা ও সাই-ফাইয়ের মিশ্রণ রয়েছে। এর ট্রেইলার আসবে ২৬ আগস্ট।