নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত শনিবার বিকেল সিনেমাটি পড়ে রয়েছে সেন্সর বোর্ডের আপিল বিভাগে। কেন আটকে রয়েছে তার কোনো কারণ সাড়ে তিন বছরে জানা যায়নি।
সেই কারণ জানতে সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান বরাবর চিঠি দেয় শনিবার বিকেল সিনেমার অন্যতম প্রযোজক জাজ মাল্টিমিডিয়া।
চিঠির উত্তর দেয়ার সময় ছিল রোববার (২১ আগস্ট) পর্যন্ত, জানান নির্মাতা ফারুকী। কিন্তু সময়ের মধ্যে চিঠির কোনো উত্তর দেননি সচিব ও চেয়ারম্যান পদে থাকা মকবুল হোসেন।
রোববার রাতে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ হোয়াটস অ্যাপে নিউজবাংলাকে জানান, তারা কোনো উত্তর পাননি। আরও এক সপ্তাহ দেখে তারা আইনি ব্যবস্থায় যাবেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ও সেন্সর বোর্ডের চেয়ারম্যান মকবুল হোসেনকে রোববার সন্ধ্যায় এসএমএস ও ফোন করে পাওয়া যায়নি। সোমবার দুপুরে তাকে ফোন করলে তিনি রিসিভ করেননি।
জানা যায়, গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঘটা ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। দেশে সিনেমাটি এখনও প্রদর্শিত না হলেও মিউনিখ, মস্কো, সিডনি, বুসান, প্যারিসের ভেসুল ফিল্ম ফেস্টিভ্যালে শনিবার বিকেল প্রদর্শিত হয়েছে এবং পুরস্কৃতও হয়েছে।
বাংলাদেশ, ভারত ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত শনিবার বিকেল। প্রযোজনায় আরও আছে জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং ভারতের শ্যাম সুন্দর দে।
এতে অভিনয় করেছেন অস্কার মনোনীত ওমর সিনেমার অভিনেতা ইয়াদ হুরানি, নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, ইরেশ জাকের, পরমব্রত চট্টোপাধ্যায়সহ অনেকে।