বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘কারাগার’র প্রশংসায় ভারতীয় সমালোচক

  •    
  • ২১ আগস্ট, ২০২২ ১৮:৪২

পূর্ণার মতে সিরিজের আবহ সংগীত থ্রিলারের মেজাজকে আরও বাড়িয়ে দিয়েছে। তিনি লিখেছেন, ‘সিরিজটি দর্শকদের মধ্যে জানতে চাওয়ার আগ্রহ বাড়িয়ে দেয়। সেখানেই পরিচালকের সাফল্য নিহিত।’

তুমুল প্রশংসিত ওয়েব সিরিজ তাকদীর-এর পর আবারও একসঙ্গে পর্দায় ফিরেছেন অভিনেতা চঞ্চল এবং নির্মাতা সৈয়দ আহমেদ শাওকি। তাদের নতুন প্রোডাকশনের নাম কারাগার। এরই মধ্যে দেশের দর্শকদের প্রশংসায় ভাসছে ওয়েব সিরিজটি।

শাওকি ও চঞ্চলকে নিয়ে প্রশংসা করে ভারতের সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া (টিওআই)-তে লিখেছেন পূর্ণা ব্যানার্জি। কারাগার ওয়েব সিরিজকে তিনি ‘সাম্প্রতিক সময়ের সেরা’ বলে উল্লেখ করেছেন।

পূর্ণা ব্যানার্জি বলছেন, ‘আপনি যদি তাকদীর দেখে থাকেন, যেখানে অভিনেতা চঞ্চল চৌধুরী কাজ করেছেন সৈয়দ আহমেদ শাওকির পরিচালনায় এবং আপনি যদি চঞ্চল চৌধুরীর সাম্প্রতিক (কারাগার) পারফরম্যান্স দেখে থাকেন, তাহলে আপনি সম্ভবত জানেন যে তারা একসঙ্গে কী জাদু তৈরি করতে পারে।

‘কারাগারে সেই জাদুটা দুর্দান্তভাবে উঠে এসেছে, যা সাম্প্রতিক ওয়েব সিরিজগুলোর মধ্যে সেরা।’

কারাগার ওয়েব সিরিজের গল্পের প্লট নিয়ে পূর্ণার ব্যাখ্যা এমন- যদি কোনো দর্শক সিরিজে মনোযোগ না দেন তাহলে খুব সহজেই এর ভেতরে থাকা ইঙ্গিত, সংকেত মিস করে যাবেন। গল্পের নিখুঁত একটা গতি রয়েছে, তার সঙ্গে রয়েছে রহস্যের আভা, যা দর্শকদের মনোযোগ হারাতে দেয় না।

চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার নাঈমের অভিনয়ের প্রশংসা করেছেন পূর্ণা। কারাগার ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরী তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় করেছেন বলে দাবি তার।

পূর্ণা লিখেছেন, ‘চঞ্চল চৌধুরীকে প্রায় অসম্ভব কাজ করতে হয়েছে সিরিজে। একটা সূক্ষ্ম পারফরম্যান্সের এটা যেন একটা ভিস্যুয়াল ট্রিট। ইন্তেখাব দিনারের সঙ্গে এফএস নাঈমের ক্ষোভ এবং সহজ বন্ধুত্ব বেশ স্বাভাবিক এবং সম্পর্কযুক্ত।’

পূর্ণার মতে সিরিজের আবহ সংগীত থ্রিলারের মেজাজকে আরও বাড়িয়ে দিয়েছে। তিনি লিখেছেন, ‘সিরিজটি দর্শকদের মধ্যে জানতে চাওয়ার আগ্রহ বাড়িয়ে দেয়। সেখানেই পরিচালকের সাফল্য নিহিত।’

ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে ১৯ আগস্ট মুক্তি পেয়েছে কারাগার ১। সবকিছুর উত্তর পাওয়া এখনও বাকি। শিগগিরই প্রকাশ পাবে কারাগার সিরিজের সেকেন্ড পার্ট।

এ বিভাগের আরো খবর