বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিস্ফোরণ ঘটাতে যাচ্ছেন সারা-জাহ্নবী

  •    
  • ১৯ আগস্ট, ২০২২ ১৭:২০

এবার মনে হয় শিগগিরই সারা ও জাহ্নবীকে পর্দাতেও একসঙ্গে দেখতে পাবেন ভক্তরা। শুক্রবার ইনস্টাগ্রামে জাহ্নবীর সঙ্গে একটি ছবি পোস্ট করে এমন ইঙ্গিত-ই দিলেন সারা।

বলিউডের বর্তমান প্রজন্মের দুই আবেদনময়ী ও প্রতিভাবান অভিনেত্রী সারা আলি খান ও জাহ্নবী কাপুর। দুজনের বন্ধুতের সম্পর্কও দুর্দান্ত। মাঝেমধ্যেই ভ্রমণ কিংবা নানা অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাদের।

সম্প্রতি চ্যাট শো কফি উইথ করণ-এও একসঙ্গে হাজির হয়েছিলেন তারা। সেখানে ব্যক্তি ও পেশাজীবন নিয়ে দুজনকে মজা ও খুনসুটি করতেও দেখা গেছে। তাদের একসঙ্গে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরাও। এবার মনে হয় শিগগিরই তাদের পর্দাতেও একসঙ্গে দেখতে পাবেন তারা।

শুক্রবার ইনস্টাগ্রামে জাহ্নবীর সঙ্গে একটি ছবি পোস্ট করে এমন ইঙ্গিত-ই দিলেন সারা। সঙ্গে তাল মিলিয়েছেন জাহ্নবীও।

সেই ছবিতে সারা ও জাহ্নবীকে একসঙ্গে আতঙ্কিত দেখাচ্ছে। জাহ্নবীর হাত ধরে রেখেছেন সারা এবং তাদের অভিব্যক্তি দৃষ্টি কাড়ে।

ছবির ক্যাপশনে সারা লেখেন, ‘কফি তৈরির পর থেকে গরম ছিল, এখন অবশেষে সহ-অভিনেতা হিসেবে আমরা শুটিং করেছি। অপেক্ষা করুন এবং দেখুন- আপনি কী ভাবছেন তা আমাদের বলুন।’

ভক্ত-অনুরাগীদের অনেকেরই অনুমান, কফি উইথ করণ থেকে ফিরেই দুজনে যে নতুন কোনো প্রজেক্টে কাজ করছেন তারই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।

সেই ছবিতে মন্তব্য করে ভক্তদের সে অনুমান আরও জোরালো করেছেন জাহ্নবী।

View this post on Instagram

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

নাম প্রকাশ না করা কাজটি সম্পর্কে তিনি লেখেন, ‘এটি একটি বিস্ফোরণ হতে যাচ্ছে।’

সর্বশেষ সারাকে দেখা গেছে ২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া আতরাঙ্গি রে সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন অক্ষয় কুমার ও ধানুশ।

এদিকে বর্তমানে গুডলাক জেরির সাফল্য উপভোগ করছেন জাহ্নবী। এ ছাড়া বরুণ ধাওয়ানের সঙ্গে বাওয়াল-এর শুটিংও করছেন তিনি।

এ বিভাগের আরো খবর