সর্বভারতীয় সিনেমা লাইগার-এর নাম ঘোষণার পর থেকেই আলোচনায় আছেন তেলেগু সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা ও বলিউড নায়িকা অনন্যা পান্ডে।
প্রায় ১ মাস আগে মুক্তি পেয়েছে এর ট্রেইলার। সম্প্রতি প্রকাশ পেয়েছে এর একটি গানও। ট্রেইলার-গান দুটিই বেশ সাড়া ফেলেছে। বিজয়-অনন্যা জুটিকেও পছন্দ করেছেন দর্শকরা।
সিনেমাটির প্রচার শুরু করেছেন প্রধান দুই তারকা। এরই মাঝে নতুন এক তথ্য জানালেন পরিচালক। এ সিনেমায় বিজয়ের বিপরীতে অনন্যা নয়, তার প্রথম পছন্দ ছিলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর।
সম্প্রতি এ কথা নিজেই জানিয়েছেন লাইগার-এর পরিচালক পুরী জগন্নাথ। তামিল হিটমেকার এই পরিচালক জানান, বিজয়ের বিপরীতে জাহ্নবীর কথা ভেবেছিলেন, কিন্তু তার তারিখ ফাঁকা না থাকায় অনন্যার নাম প্রস্তাব করেন সিনেমাটির প্রযোজক করণ জোহর।
এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মুম্বাইয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পরিচালক বলেন, ‘আমি শ্রীদেবী জির একজন বড় ভক্ত, তাই আমি জাহ্নবীকে কাস্ট করতে চেয়েছিলাম, কিন্তু তার তারিখ পাওয়া যায়নি।’
জাহ্নবীর তারিখ ফাঁকা না পাওয়া বিষয়টি করণ জোহরকে জানান পুরী জগন্নাথ। তখন তিনি তাকে অনন্যাকে নেয়ার পরামর্শ দেন।
পরিচালক বলেন, ‘গল্প শোনার পর তিনি (করণ) অনন্যা পান্ডেকে নেয়ার পরামর্শ দেন।’
অনন্যাকে নিয়ে কাজের অভিজ্ঞতাও জানিয়েছেন পুরী জগন্নাথ। অভিনেত্রীকে ‘আশ্চর্যজনক’ বলে অভিহিত করেছেন তিনি।
পরিচালক বলেন, ‘তিনি একজন ফায়ারব্র্যান্ড, খুব সক্রিয় এবং নায়কের সঙ্গে সংঘর্ষের দৃশ্যে ভালো। আমরা গত দুই আড়াই বছর ধরে এই সিনেমায় কাজ করছি, সে অনেক বদলে গেছে। প্রতি তিন-চার মাস পর পর আমি আলাদা অনন্যাকে দেখি। শেষ গান আমি তার সঙ্গে শুট করেছি, সে এখন নিখুঁত।’
বিজয়-অনন্যা ছাড়াও লাইগার-এ অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রের বক্সিং লিজেন্ড মাইক টাইসন। রয়েছেন রাম্যা কৃষ্ণান, রনিত রায়, বিষু রেড্ডি, আলি, মকরন্দ দেশপান্ডে ও গেটআপ শ্রীনুর মতো জাঁদরেল সব অভিনেতা।
হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় ও মালয়ালাম ভাষায় আগামী ২৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে লাইগার।