দেশের উদীয়মান কণ্ঠশিল্পী মাহতিম শাকিবের নতুন গান ‘দেখেছি রূপসাগরে’ প্রকাশ পেয়েছে অনলাইনে। গানটির প্রযোজক কলকাতার প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ মিউজিক।
১২ আগস্ট গানটি প্রকাশ পায় এসভিএফ মিউজিকের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। এর একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। এতে অভিনয় করেছেন কলকাতার টিভি মিডিয়ার জনপ্রিয় অভিনয়শিল্পী দিতিপ্রিয়া ও দিব্যজ্যোতি।
ইউটিউবে গানটির বিবরণে লেখা হয়েছে, “প্রথম প্রেমের অনুভূতি ঠিক কী? সব প্রেম কি পূর্ণতা পায়? সব মনের মানুষ কি সত্যিই কাঁচা সোনা হয়ে উঠতে পারে? দুর্গা আর সত্যেনের প্রেমের পরিণতি কী হবে? অরিন্দমের সংগীতায়োজনে মাহতিম শাকিবের গাওয়া গান ‘দেখেছি রূপসাগরে’ গানে ফুটে উঠেছে ওদেরই প্রেমের গল্প।”
এসভিএফের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিতিপ্রিয়া ও দিব্যজ্যোতির প্রথম মিউজিক ভিডিও এটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে মাহতিম শাকিব বলেন, ‘দেখেছি রূপসাগরে আমার প্রিয় গানগুলোর একটি। এ ভার্সনে কণ্ঠ দিতে পেরে আমি খুবই আনন্দিত। গানটি অনেক জনপ্রিয়, প্রায় সবারই শোনা, আমি কেমন গাইলাম সেটি জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
গানটি নিয়ে নিজের ফেসবুক পেজেও লিখেছেন মাহতিম শাকিব। তিনি লিখেছেন, ‘গানটি আগে থেকে আমার অনেক প্রিয় ছিল। অরিন্দম দা যখন ফোন করে বললেন যে এটা আমরা আবার রিক্রিয়েট করতে চাই, মনের ভেতরে আনন্দের ঝলক খেলে গিয়েছিল।
‘ইতোমধ্যেই আপনাদের ভালোবাসায় আমরা সিক্ত হচ্ছি। শুধু গাওয়া ছাড়া এখানে আমার আর কৃতিত্ব নেই একদমই। বাকি যা করবার এসভিএফ মিউজিক আর অরিন্দম দা ও তার টিম এর সবার কৃতিত্ব।
‘গানটা শুনলে খারাপ লাগবে না এতটা হলফ করে বলতে পারি। শুনে জানাবেন কেমন হলো, আচ্ছা?’
এর আগেও কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানের গানে কণ্ঠ দিয়েছেন মাহতিম। ‘দেখেছি রূপসাগরে’ গানটিতে মাহতিমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সূচনা শেলি। গানটির কথা ও সুর নবনী দাস বাউলের।