বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কেমন চলছে শাকিবের অভ্যর্থনা প্রস্তুতি

  •    
  • ১৬ আগস্ট, ২০২২ ১০:৩৩

এ উদ্যোগটি কে বা কারা নিয়েছে জানতে চাইলে তিনি নিউজবাংলাকে বলেন, ‘এটা দ্য কিং অফ ঢালিউড সুপারস্টার শাকিব খান (অফিশিয়াল গ্রুপ) ফেসবুক গ্রুপের কোনো পরিকল্পনা না। এটা মূলত শাকিব খানের ভক্তদের পরিকল্পনা।’

নয় মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন ঢাকাই সিনেমার অন্যতম ও জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ১৭ আগস্ট দিনের প্রথম ভাগে ঢাকায় ঢুকবেন বলে জানিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ।

শাকিব খানের ক্যারিয়ারে এত দিন কখনও দেশের বাইরে ছিলেন না তিনি। দেশে ফেরার মুহূর্তটিকে আনন্দঘন করতে প্রস্তুতি নিচ্ছেন শাকিব ভক্তরা। চলছে সংবর্ধনার প্রস্তুতি।

দ্য কিং অফ ঢালিউড সুপারস্টার শাকিব খান (অফিশিয়াল গ্রুপ) নামের ফেসবুক গ্রুপে সংবর্ধনা দেয়ার পরিকল্পনা নিয়ে নানা কথা জানাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের শাকিব ভক্তরা। গ্রুপটিতে এখন সদস্য সংখ্যা ৬ লাখ ১২ হাজারের বেশি।

গ্রুপটির অন্যতম অ্যাডমিন মিফতাহ উদ্দিন (প্রিন্স মিফতাহ) নিউজবাংলাকে জানান, যেমন রেসপন্স পাওয়া যাচ্ছে, তাতে মনে হচ্ছে হাজার হাজার মানুষ আসবে সেদিন। সবাই একসঙ্গে এটা বাস্তবায়নের চেষ্টা করছেন তারা।

এই উদ্যোগটি কে বা কারা নিয়েছে জানতে চাইলে নিউজবাংলাকে মিফতাহ বলেন, ‘শাকিব খানের দেশে আসার ব্যাপারে তো অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। পরে যখন সংবাদমাধ্যমে জানা গেল যে তিনি ১৭ আগস্ট আসবেন, তারপরই মূলত পরিকল্পনা গতি পেতে থাকে।

‘এটা দ্য কিং অফ ঢালিউড সুপারস্টার শাকিব খান (অফিশিয়াল গ্রুপ) ফেসবুক গ্রুপের কোনো পরিকল্পনা না। এটা মূলত শাকিব খানের ভক্তদের পরিকল্পনা। এ ক্ষেত্রে গ্রুপ থেকে আমরা পরিকল্পনার সঙ্গে একমত পোষণ করেছি।’

তিনি জানান, ঢাকা ও ঢাকার বাইরে থেকে শাকিব ভক্তরা আসার কথা রয়েছে। তাদের জানিয়ে দেয়া হয়েছে, সবাই যেন শৃঙ্খলার সঙ্গে আয়োজনটি সফল করে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গেও কথা বলে রাখার প্রস্তুতি চলছে। শাকিব খানকে বরণ করে নেয়াই তাদের মূল পরিকল্পনা। এর বাইরে আর কোনো কিছু করার কথা এখন পর্যন্ত নেই তাদের।

এই আয়োজনের জন্য কেউ কোনো আর্থিক সহযোগিতা করছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যেসব ব্যানার, পোস্টার করা হচ্ছে, সেগুলো যার যার নিজস্ব অর্থায়নেই করছে সবাই। যাতায়াত খরচ বলেন, ব্যানারের খরচ বলেন, সবটাই নিজস্ব অর্থায়নে করতে হবে। এখানে কোনো ফান্ড নাই। কেউ টাকা তুলে একসঙ্গে করছে এমনটাও না।’

দ্য কিং অফ ঢালিউড সুপারস্টার শাকিব খান (অফিশিয়াল গ্রুপ) ফেসবুক গ্রুপে একাধিক পোস্টে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ সংলগ্ন এলাকায় শাকিব ভক্তদের সকাল ৯-১০টার মধ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এ বিভাগের আরো খবর