বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পরীমনির ‘রাজ্য’ তসলিমার ঘরে এলে নাম হতো ‘পরমানন্দ’

  •    
  • ১১ আগস্ট, ২০২২ ১৮:২৫

তসলিমা আরও লেখেন, ‘‘তবে স্বামীর নামের সঙ্গে মিলিয়ে বাচ্চার নাম রাখাটা বিশেষ পছন্দ হয়নি। স্বামীটামীরা আজ আছে, কাল নেই। সন্তান তো চিরদিনের। পরী তার নামের সঙ্গে মিলিয়ে সুন্দর একটি বাংলা নাম রাখতে পারতেন। পরীর জায়গায় আমি হলে ‘রাজ্য’ নয়, ডাকনাম রাখতাম ‘পরমানন্দ’।’’

মা হওয়ার সুখবরে শুভেচ্ছায় ভাসছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ থেকে সেলিব্রেটি, ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দনসহ জানাচ্ছেন প্রতিক্রিয়া।

আলোচিত লেখক তসলিমা নাসরিনও দিয়েছেন প্রতিক্রিয়া। নবজাতককে নিয়ে রাখঢাক না করায় পরীমনির প্রশংসা করেছেন তিনি, তবে ‘রাজ্য’ নামটি ঠিক ‘মেনে নিতে পারছেন না’ তসলিমা।

ফেসবুকে এক স্ট্যাটাসে তসলিমা লিখেছেন, ‘সিনেমার নায়িকারা আজকাল একটা ঢং করে, বাচ্চা হলে বাচ্চার মুখ দেখাবে না, পেছন থেকে বাচ্চাকে দেখাবে, অথবা মুখটা একটা লাভ সাইন দিয়ে ঢেকে দেবে। যখন বাচ্চার মুখ দেখার জন্য লোকে অধীর আগ্রহে আর বসে থাকবে না, তখন হয়তো সে মুখ, কয়েক মাস বা কয়েক বছর পর, দেখাবে।’

এ ধরনের দৃষ্টিভঙ্গী এড়িয়ে পরীমনির সন্তানের ছবি প্রকাশের বিষয়টি ভালো লেগেছে তসলিমার। তিনি লেখেন, ‘পরীমনি বাংলাদেশের সিনেমার নায়িকা। তিনি অন্য নায়িকাদের মতো বাচ্চার মুখ না দেখানোর ঢংটা করেননি বলে ভালো লাগলো। প্রথম দিনই বাচ্চার চেহারা দেখিয়ে দিয়েছেন জনগণকে।’

অভিনেত্রী তার ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। তবে নামটা ‘বিশেষ পছন্দ হয়নি’ আলোচিত এই লেখকের।

তসলিমা লেখেন, ‘‘তবে স্বামীর নামের সঙ্গে মিলিয়ে বাচ্চার নাম রাখাটা বিশেষ পছন্দ হয়নি। স্বামীটামীরা আজ আছে, কাল নেই। সন্তান তো চিরদিনের। পরী তার নামের সঙ্গে মিলিয়ে সুন্দর একটি বাংলা নাম রাখতে পারতেন। পরীর জায়গায় আমি হলে ‘রাজ্য’ নয়, ডাকনাম রাখতাম ‘পরমানন্দ’। ভালো নাম ‘শাহীম মুহাম্মদ’ নয়, রাখতাম ‘পরমানন্দ প্রাণ’।’’

তবে তসলিমার এই পরামর্শকে অবশ্য ‘অযাচিত’ বলে অনেকে সমালোচনা করছেন ফেসবুকে। তবে তার স্ট্যাটাসে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ বিষয়ে সরাসরি কেউ কোনো মন্তব্য করেননি। নিজের ওয়ালের কমেন্ট সেকশন ‘ফ্রেন্ডস অনলি’ রেখেছেন তসলিমা।

রাজধানীর একটি হাসপাতালে বুধবার বিকেলে অস্ত্রোপচারে ভূমিষ্ঠ হয় পরীমনির ছেলেসন্তান।

নবজাতককে বুকে জড়িয়ে বৃহস্পতিবার সকালে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন পরী; জানিয়েছেন ছেলের পুরো নামও।

সেই ছবির ক্যাপশনে পরীমনি লেখেন, ‘শাহীম মুহাম্মদ রাজ্য। তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে।’

এ বিভাগের আরো খবর