প্রকাশ পেয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ দিল্লি ক্রাইমের দ্বিতীয় সিজনের ট্রেইলার। ২৬ আগস্ট থেকে নেটফ্লিক্সে দেখা যাবে সিরিজটি।
প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনটিও সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই নির্মিত হয়েছে বলে জানানো হয়েছে ট্রেইলারে। কিন্তু কোন সেই সত্য ঘটনা, তা নিশ্চিত করে বলা হয়নি ট্রেইলারে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই সত্য ঘটনা হলো ‘চাড্ডি বানিয়ে গ্যাং’-এর অপরাধ নিয়ে। ‘চাড্ডি বানিয়ে গ্যাং’কে ‘কাচ্চা বানিয়ে গ্যাং’ও বলা হয়।
এরা মূলত আন্ডার গার্মেন্টস বা লুঙ্গি কাছা দিয়ে, শরীরে তেল মেখে, মুখ বেঁধে অপরাধ করতে যায়।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দ্বিতীয় সিজনটি কুখ্যাত কাচ্চা বানিয়া গ্যাং-এর কোনো অপরাধ নিয়ে নির্মিত। ট্রেইলারে শেফালি অর্থাৎ ডিসিপি তার দলের সঙ্গে দিল্লিতে ঘটে যাওয়া আরও এক খুনের ঘটনার তদন্তে নেমেছেন।
২ মিনিট ১৫ সেকেন্ডের ট্রেইলারে আছে টানটান থ্রিলার। সেখানে দেখা যাচ্ছে সমাজে অর্থনৈতিক বৈষম্যের জন্য কীভাবে বেড়ে চলেছে দুর্নীতি।
নির্ভয়া গণধর্ষণের ঘটনা নিয়ে নির্মিত হয়েছিল দিল্লি ক্রাইম প্রথম সিজন। সিরিজটি পেয়েছিল অ্যামি অ্যাওয়ার্ড।