বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বসুন্দরী হারনাজ সান্ধুর বিরুদ্ধে মামলা

  •    
  • ৫ আগস্ট, ২০২২ ১৯:৪৩

পাঞ্জাবি একটি সিনেমার প্রচারের জন্য স্বাক্ষরিত চুক্তিভঙ্গের অভিযোগ এনে ভারতের চণ্ডীগড় জেলা আদালতে বৃহস্পতিবার তার নামে মামলা করেন সিনেমাটির প্রযোজক।

চুক্তিভঙ্গের অভিযোগ তুলে বিশ্বসুন্দরী হারনাজ সান্ধুর বিরুদ্ধে আদালতে দেওয়ানি মামলা করেছেন প্রযোজক উপাসনা সিং।

পাঞ্জাবি একটি সিনেমার প্রচারের জন্য স্বাক্ষরিত চুক্তিভঙ্গের অভিযোগ এনে ভারতের চণ্ডীগড় জেলা আদালতে বৃহস্পতিবার এই মামলা করেন তিনি।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বাই জি কুত্তাঙ্গে নামের সেই সিনেমায় অভিনয়ও করেছেন হারনাজ।

আদালতের বাইরে সাংবাদিকদের উপাসনা জানান, বিশ্বসুন্দরী হওয়ার আগেই তাকে সিনেমায় অভিনয়ের সুযোগ দেন তিনি। কিন্তু প্রচারের ক্ষেত্রে চুক্তির শর্ত মানছেন না হারনাজ।

বিশ্বসুন্দরী হারনাজ সান্ধু। ছবি: সংগৃহীত

চুক্তিভঙ্গের অভিযোগে ক্ষতিপূরণও চেয়েছেন এই প্রযোজক। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি হারনাজকে বাই জি কুত্তাঙ্গে সিনেমায় অভিনয়ের সুযোগ দিয়েছিলাম। শুধু তা-ই নয়, আমি ইয়ারা দিয়ান পু বরানও তৈরি করেছি, সেটিতেও হারনাজ নায়িকা।’

শুধু তা-ই নয়, তিনি দাবি করেছেন, এই কারণে ২৭ মে থেকে পিছিয়ে ১৯ আগস্ট সিনেমা মুক্তির তারিখ ঠিক করতে হয়েছে তাকে।

এ বিভাগের আরো খবর