বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শাকিবের ‘মায়া’ পরিচালনা করা-না করা নিয়ে যা বললেন হিমেল

  •    
  • ৩ আগস্ট, ২০২২ ১৬:৪১

মায়া সিনেমার পরিচালক পরিবর্তন হচ্ছে কি না জনাতে চাইলে হিমেল আশরাফ মেসেঞ্জারে বলেন, ‘আমার জানামতে সবকিছুই এখনও ঠিকঠাক আছে। মায়া সিনেমার ব্যাপারে ভাইয়া দেশে গেলে সব ফাইনাল জানা যাবে।’

শাকিব খান প্রযোজিত অনুদানের সিনেমা মায়া পরিচালনা করবেন হিমেল আশরাফ, এমনটাই শোনা যাচ্ছিল। সিনেমাটির পরিচালক হিসেবে গণমাধ্যমে কথাও বলেছেন হিমেল।

মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, শাকিব খানের মায়া সিনেমার পরিচালক পরিবর্তন হতে যাচ্ছে। অর্থাৎ হিমেল আশরাফ সিনেমাটির পরিচালক হিসেবে নাও থাকতে পারেন।

এ নিয়ে হিমেল আশরাফ মঙ্গলবার কোনো মন্তব্য করেননি। বুধবার বিকেলে বিষয়টি নিয়ে পরিচালক কথা বলেছেন নিউজবাংলার সঙ্গে।

মায়া সিনেমার পরিচালক পরিবর্তন হচ্ছে কি না জনাতে চাইলে হিমেল আশরাফ মেসেঞ্জারে বলেন, ‘আমার জানামতে সবকিছুই এখনও ঠিকঠাক আছে। মায়া সিনেমার ব্যাপারে ভাইয়া দেশে গেলে সব ফাইনাল জানা যাবে। মায়া নিয়ে শাকিব ভাইয়ার কী প্ল্যান, মানে কবে শুট শুরু করবেন বা অন্যান্য বিষয় তিনি দেশে গেলে নিশ্চিত করবেন। এটুকুই আমি জানি।’

সুপারস্টার শাকিব খানের সঙ্গে নির্মাতা হিমেল আশরাফের সম্পর্কে কোনো চিড় ধরেছে কি না জানতে চাইলে পরিচালক বলেন, ‘সব আগের মতোই আছে। সম্পর্ক খারাপ হয়নি। মতানৈক্যও যে খুব হয়েছে তাও না। সো এইটা বলাটাও ঠিক হবে না।’

শাকিব খানকে নিয়ে রাজকুমার নামের সিনেমা নির্মাণ করছেন হিমেল আশরাফ। কিছুদিন আগে সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রে।

হিমেল বলেন, ‘রাজকুমার সিনেমার গানের কাজ চলছে। প্রি-প্রডাকশনও শেষ। এমনকি এই সিনেমার ক্যামেরাম্যান শেখ রাজিবুল ইসলাম রাজীব আমেরিকার ভিসা পেয়েছেন গত সপ্তাহে। তার ভিসার জন্য অপেক্ষা করছিলাম। এখন সে এলে ফাইনাল আরেকবার সব রেকি করব। তারপর শুটের ডেট এবং অন্যান্য সব লক হবে।’

ঢাকাই সিনেমা জনপ্রিয় অভিনেতা শাকিব খান দীর্ঘদিন ধরেই থাকছেন যুক্তরাষ্ট্রে। সেখানে তিনি গ্রিনকার্ডও পেয়েছেন বলে সংবাদ প্রকাশ হয়েছে দেশের গণমাধ্যমে। চলতি মাসের মাঝামাঝি সময়ে তার দেশে আসার কথা রয়েছে।

এ বিভাগের আরো খবর