নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি মৌসুমী-ওমর সানী। রিল-রিয়েল, দুই জীবনেই সঙ্গী তারা।
পর্দায় যেভাবে তারা সবার পছন্দের, পর্দার বাইরেও তেমনটি, কিন্তু সম্প্রতি তাদের দাম্পত্য জীবনে দেখা দিয়েছিলে বিচ্ছেদের আভাস।
তবে সেসব কাটিয়ে মঙ্গলবার এই জুটির দাম্পত্য জীবনের ২৭ বছর পূর্ণ হলো। বাকি জীবনও যেন মৌসুমীর সঙ্গেই কাটে সেই প্রার্থনা ওমর সানীর।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের একটি পুরনো ছবি পোস্ট করে ওমর সানী লেখেন, ‘আল্লাহ একসঙ্গে থাকার তৌফিক দান করুণ বাকি জীবন, শুভ বিবাহ বার্ষিকী মৌসুমী।’
সেই পোস্টের সানী-মৌসুমী দম্পতিকে শুভেচ্ছা-ভালোবাসায় ভাসিয়েছেন ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা।
১৯৯২ সালে নূর হোসেন বলাইয়ের এই নিয়ে সংসার চলচ্চিত্রের মাধ্যমে সানীর চলচ্চিত্রে অভিষেক। অন্যদিকে মৌসুমীর সিনেমায় অভিষেক ১৯৯৩ সালে। তার অভিনীত প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত।
১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের দোলা চলচ্চিত্রে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেন মৌসুমী-সানী।
১৯৯৬ সালের ২ আগস্ট তাদের বিয়ে হয়। এই দম্পতির ফারদিন এহসান স্বাধীন নামের এক ছেলে ও ফাইজা নামে এক মেয়ে আছে।