সম্প্রতি একটি ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করেন বলিউড তারকা রণবীর সিং। সেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেখা গেছে নানা প্রতিক্রিয়া।
এমন ছবির মাধ্যমে ‘নারীদের অনুভূতিতে আঘাত করেছেন’ রণবীর, এমন অভিযোগে তার বিরুদ্ধে এফআইআরও করেছেন একজন এনজিও কর্মকর্তা।
এমন পরিস্থিতিতে রণবীরের পক্ষে সাধারণ নেটিজনদের পাশাপাশি কথা বলছেন তারকারাও। এবার তার পক্ষে কথা বললেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং ও জাহ্নবী কাপুর।
সাম্প্রতি একটি ইভেন্টে যোগ দিয়েছিলেন জাহ্নবী কাপুর। সেখানে রণবীরের শুটের বিরুদ্ধে ক্ষোভ সম্পর্কে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, ‘শৈল্পিক স্বাধীনতা’র জন্য কাউকে শাস্তি দেয়া উচিত নয়।
পিঙ্কভিলার শেয়ার সেই ভিডিওতে জাহ্নবীকে বলতে শোনা যায়, ‘আমি মনে করি না যে কাউকে তাদের শৈল্পিক স্বাধীনতার জন্য শাস্তি দেয়া উচিত।’
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবি: সংগৃহীত
রণবীর সিংয়ের ফটোশুট নিয়ে অভিনেত্রী ও প্রযোজক চিত্রাঙ্গদা সিংও একই মত পোষণ করেন। তিনি বিষয়টিকে শৈল্পিক এবং সৃজনশীল বলে মনে করেন।
টাইম অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমরা একুশ শতকে বাস করছি এবং শাড়ি, স্কার্ট, শর্টস বা অন্য কিছু পরিধান করা সম্পূর্ণরূপে একজনের ব্যক্তিগত সিদ্ধান্ত।
রণবীর এবং তার শরীরের প্রশংসা করে অভিনেত্রী বলেন, ‘‘তিনি ‘শিল্পের অংশ’।’’
চিত্রাঙ্গদা আরও যোগ করেছেন, ‘সত্যি বলতে আমি মনে করি, তাকে চমৎকার লাগছিল। আমি মনে করি, তিনি প্রদর্শন করার জন্য একটি দুর্দান্ত শরীর পেয়েছেন এবং এটি শিল্পের অংশ। শিল্প ও এই জিনিস দেখতে সক্ষম হতে আপনার সঠিক চোখ থাকতে হবে। আপনি যদি ভুল দেখেন, যদি আপনি সবকিছুতে নোংরা জিনিস দেখতে পান, তবে সম্ভবত এটি আপনার মনের সঙ্গে কিছু করার আছে।’
বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। ছবি: সংগৃহীত
তিনি আরও যোগ করেন, ‘আমি দুঃখিত তবুও বলতে হচ্ছে, আগামীকাল যদি একটি মেয়ে স্কার্ট পরে যায় এবং আপনি এটি ভুল খুঁজে পান, আপনার নিজের মাথায় এমন একটি নির্দিষ্ট অসুস্থ মতামত আছে।’
এর আগেও রণবীরের হয়ে কথা বলেছেন, বিদ্যা বালান, আলিয়া ভাট, অর্জুন কাপুর, রাম গোপাল ভার্মাসহ অনেকে।