বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লোকাল ট্রেনে চেপে ‘লাইগার’-এর প্রচারে বিজয়-অনন্যা

  •    
  • ২৯ জুলাই, ২০২২ ১৪:১৫

সিনেমাটির প্রচার শুরু করেছেন প্রধান দুই চরিত্রে অভিনয় করা বিজয় ও অনন্যা। তারই এক ভিন্ন চিত্র দেখা গেল ইনস্টাগ্রামে অনন্যার পোস্ট করা ছবিতে।

প্যান-ইন্ডিয়া সিনেমা লাইগার-এর নাম ঘোষণার পর থেকেই আলোচনায় আছেন তেলেগু সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা ও বলিউড নায়িকা অনন্যা পান্ডে।

সম্প্রতি মুক্তি পেয়েছে এর ট্রেলার। এরপর থেকে ভক্তরা সিনেমাটির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সিনেমাটির প্রচার শুরু করেছেন প্রধান দুই চরিত্রে অভিনয় করা বিজয় ও অনন্যা। তারই এক ভিন্ন চিত্র দেখা গেল ইনস্টাগ্রামে অনন্যার পোস্ট করা ছবিতে।

ছবিতে দেখা যায়, ট্রেনের সিটে বসা অনন্যার কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছেন বিজয় দেবেরাকোন্ডা।

অনন্যা নীল রঙের ডেনিমের ওপরে একটি হলুদ রঙের ক্রপ টপ পরেছেন। অন্যদিকে বিজয়কে নীল ডেনিমের ওপরে একটি কালো টি-শার্ট এবং পাশেই খুলে রেখেছেন তার আইকনিক চপ্পল।

অন্য দুই ছবিতে দেখা যায়, ট্রেনের হাতল ধরে দাঁড়িয়ে আছেন অনন্যা। ছবিগুলো পোস্ট করে অনন্যা লিখেছেন, ‘রেলপথে লাইগারের প্রচারে, চলো বয়েজ।’

মুম্বাইয়ে লোকাল ট্রেনে চেপে লাইগারের প্রচারণায় অনন্যা। ছবি: সংগৃহীত

এ নিয়ে পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, মুম্বাই শহরে লোকাল ট্রেনে চড়ে লাইগার-এর প্রচারের উদ্দেশ্যে রওনা হন দুই তারকা।

বিজয় অনন্যা ছাড়াও এতে অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রের বক্সিং লিজেন্ড মাইক টাইসন। এ ছাড়াও রাম্যা কৃষ্ণান, রনিত রায়, বিষু রেড্ডি, আলি, মকরন্দ দেশপান্ডে ও গেটআপ শ্রীনুর মতো জাঁদরেল সব অভিনেতা।

করণ জোহর প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন তামিলের হিটমেকার নির্মাতা হিসেবে পরিচিত পুরী জগন্নাথ।

হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় ও মালয়ালাম ভাষায় আগামী ২৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে লাইগার।

এ বিভাগের আরো খবর