বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এলো রাকুলের ‘মাশুকা’ ঝড়

  •    
  • ২৬ জুলাই, ২০২২ ১৮:৫৬

রাকুল বলেন, ‘মাশুকার শুটটি আমার জন্য একটি অনুকরণীয় অভিজ্ঞতা। শুটিংয়ের জন্য প্রযোজকদের সবচেয়ে জ্যোতির্ময় আইডিয়া ছিল। গানটি শুধু পার্টি অ্যান্থেম নয়, ভিডিওটিও একই রকম। ভিডিওটি সাহসী, অদ্ভুত এবং সেক্সি।’

বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের প্রথম প্যান ইন্ডিয়া গান মাশুকার হিন্দি সংস্করণের মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে মঙ্গলবার।

ইনস্টাগ্রামে গানটির টিজারটি শেয়ার করে রাকুল জানিয়েছেন, এখন আনুষ্ঠানিকভাবে মাশুকা সিজনের গানটি বের করার সময় এসেছে। গানটি ২৯ জুলাই তেলেগু ও ১ আগস্ট তামিল ভাষার প্রকাশ হবে।

গানটির ঝলক শেয়ার করার পরপরই, ভক্তরা ভালোবাসা ও আগুনের ইমো দিয়ে ভরিয়ে দিয়েছেন মন্তব্যের ঘর।

মাশুকার মিউজিক ভিডিওটি একটি আলাদা পপ জগতের ছোঁয়া দেয়। যেখানে পপ কুইন চরিত্রে দেখা যায় রাকুলকে। গানটি গেয়েছেন আসিস কৌর এবং দেব নেগি।

এটির একটি ডান্স ট্র্যাক যা ‘জাস্ট মিউজিক’-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)-এর এক প্রতিবেদনে গানটির মিউজিক ভিডিও নিয়ে এক রাকুলের এক বক্তব্য প্রকাশ করা হয়েছে।

রাকুল বলেন, ‘মাশুকার শুটটি আমার জন্য একটি অনুকরণীয় অভিজ্ঞতা। শুটিংয়ের জন্য প্রযোজকদের সবচেয়ে জ্যোতির্ময় আইডিয়া ছিল। গানটি শুধু পার্টি অ্যান্থেম নয়, ভিডিওটিও একই রকম।

‘ভিডিওটি সাহসী, অদ্ভুত এবং সেক্সি। এটিতে এমন সব উপাদান রয়েছে যা একটি দুর্দান্ত মিউজিক ভিডিও তৈরি করতে প্রয়োজনীয়।’

View this post on Instagram

A post shared by JJUST MUSIC (@jjustmusicofficial)

এদিকে এই মুহূর্তে রাকুলের হাতে রয়েছে একাধিক বলিউড সিনেমা। এর মধ্যে চলতি বছর অক্টোবরে মুক্তি পেতে পারে থ্যাংক গড। এতে তার সঙ্গে রয়েছেন অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রা।

তার হাতে রয়েছে ডক্টর জি নামের আরেকটি সিনেমা। এতে তার বিপরীতে রয়েছেন আয়ুষ্মান খুরানা।

এ ছাড়া ছত্রিওয়ালি নামে একটি সিনেমায় প্রধান ভূমিকায় কাজ করছেন রাকুল। এতে কনডম পরীক্ষকের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এ বিভাগের আরো খবর