সংগীতশিল্পী বাপ্পা মজুমদার তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তিনি উপস্থাপনা করছেন এবং তার অতিথি হিসেবে আছেন রুবাবা দৌলা।
সংগীতশিল্পী বাপ্পা মজুমদার কি তবে উপস্থাপনা শুরু করলেন? এ বিষয়ে নিউজবাংলাকে বিস্তারিত জানিয়েছেন তিনি।
বাপ্পা বলেন, ‘হ্যাঁ, উপস্থাপনা করছি তবে এটা করছি দায়বদ্ধতা থেকে।’ এমন আরও চারটি পর্বে অতিথিকে নিয়ে উপস্থাপনা করতে দেখা যাবে বাপ্পাকে।
বাংলা ভাষাসহ বাংলার নানাকিছু শিখতে শিশুদের উৎসাহী করতে এবং শেখাতে অ্যাপ্লিকেশন বেইজ একটি প্ল্যাটফর্ম চালু হয়েছে, যার নাম ‘বাংলা ইস্কুল’। তারই প্রচারের কাজে উপস্থাপকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এ সংগীতশিল্পী।
বাপ্পা বলেন, ‘প্রবাসীদের জন্য এটি খবুই ভালো একটি কাজ হবে। ওখানে তো বাংলা শেখার সহজ উপায় নেই। বাবা-মা’রা তাদের সন্তানকে এ অ্যাপ্লিকেশনের মাধ্যমে সহজে বাংলা শেখাতে পারবেন। দেশেও যারা শেখাতে চান তারাও পারবেন।’
তিনি আরও বলেন, ‘শিশুদের উপযোগী করে এটি বানানো হয়েছে। এর বিভিন্ন কনটেন্ট বানানো হয়েছে গেম এর মতো করে। শিশুরা যেন খেলার ছলে শিখতে পারে বা আগ্রহী হয়, সেটা গুরুত্ব দিয়ে দেখা হয়েছে।’
বাপ্পা মজুমদার জানান, অ্যান্ড্রয়েড মোবাইলে এটি সহজেই ইনস্টল করা যাবে। তিনি এই কাজে কোনো দায়িত্বে নেই। তবে কাজটি ভালো লেগেছে জন্য নিজের ইচ্ছাতেই উদ্যোগটির সঙ্গে রয়েছেন তিনি।