বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রেইলারেই অপ্রতিরোধ্য ‘লাইগার’

  •    
  • ২৪ জুলাই, ২০২২ ১৭:৩৭

রোববার বিকেল পর্যন্ত চার দিনে ইউটিউবে ৩ কোটি ৬০ লাখের বেশি ভিউ হয়েছে। এই গতি যেন অপ্রতিরোধ্য। নেটিজেনদের অনেকের ধারণা ‘পুষ্পা’ ও ‘আরআরআর’কে ছাড়াবে বিজয়ের ‘লাইগার’।

বলিউডে অভিষেক করছেন তেলেগু সিনেমার সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। সিনেমার নাম লাইগার। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রকাশ পায় এর ট্রেইলার।

লায়ন ও টাইগারের হাইব্রিড লাইগার ট্রেইলারেই ঝড় তুললেন। পাঁচটি ভাষায় মুক্তি পেতে যাওয়া সিনেমাটির হিন্দি ভাষার ট্রেইলারটি রোববার বিকেল পর্যন্ত চারদিনে ইউটিউবে ৩ কোটি ৬০ লাখের বেশি ভিউ হয়েছে।

এই গতি যেন অপ্রতিরোধ্য। নেটিজেনদের অনেকের ধারণা পুষ্পা ও আরআরআর-কে ছাড়িয়ে যেতে পারে বিজয়ের লাইগার।

যেখানে সাত মাসে পুষ্পার হিন্দি ভাষার ট্রেইলার দেখা হয়েছে ৭ কোটি ১০ লাখ ও ৫ মাসে আরআরআর ট্রেইলার দেখা হয়েছে ৩ কোটি ৭০ লাখবার।

মুম্বাইয়ের বস্তির এক চা-ওয়ালা কীভাবে যুক্তরাষ্ট্রে গিয়ে পেশাদার বক্সিং চ্যাম্পিয়নশিপে যোগ দেয় সেই গল্পই দেখা যাবে এতে।

করণ জোহর প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন তামিলের হিটমেকার নির্মাতা হিসেবে পরিচিত পুরী জগন্নাথ।

বিজয় ছাড়াও লাইগার-এ অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রের বক্সিং লেজেন্ড মাইক টাইসন। এ ছাড়াও অনন্যা পান্ডে, রাম্যা কৃষ্ণান ও রনিত রায়ও রয়েছেন।

হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় ও মালয়ালাম ভাষায় আগামী ২৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে লাইগার।

এ বিভাগের আরো খবর