২০১৮ সালে মুক্তি পেয়েছিল তামিল ব্ল্যাক কমেডি কোলামাভু কোকিলা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নাতারা।
এবার গুডলাক জেরি নামে সেই সিনেমার রিমেক হচ্ছে বলিউডে। আর এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন বলিউড নায়িকা জাহ্নবী কাপুর।
কদিন আগে প্রকাশ পেয়েছে গুডলাক জেরির ট্রেইলার। তা দেখে সিনেমাটির জন্য শুভকামনা জানিয়েছেন নয়নতারা।
সেই হৃদয়গ্রাহী মন্তব্যের সঙ্গে জাহ্নবীর অভিনয়ের প্রশংসা করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার।
এ নিয়ে পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানানো হয়, জাহ্নবীকে শুভেচ্ছা জানিয়ে নয়নতারা বলেছেন, ‘কোকিলা আমার হৃদয়ের খুব কাছের এবং গুডলাক জেরির ট্রেইলার দেখে আমি অনেক আনন্দ পেয়েছি। দর্শকদের জন্য কী আনন্দদায়ক যাত্রা, এর চেয়ে ভাল জেরি আর হতে পারত না! গুডলাক জাহ্নবী!’
View this post on InstagramA post shared by Janhvi Kapoor (@janhvikapoor)
সিদ্ধার্থ সেন পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছেন আনন্দ এল রাই। এতে আরও অভিনয় করেছেন দীপক ডোবরিয়াল, মিতা বশিষ্ট, নীরজ সুদ, সুশান্ত সিংসহ অনেকে।
সিনেমাটি ২৯ জুলাই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে।
এদিকে নয়নতারা বর্তমানে ব্যস্ত বেশ কয়েকটি বড় প্রজেক্ট নিয়ে। বর্তমানে তিনি শাহরুখ খানের বহুল আলোচিত আসন্ন সিনেমা জওয়ান-এ কাজ করছেন।
এছাড়াও চিরঞ্জীবীর সঙ্গে তেলেগু সিনেমা গডফাদার এবং মালয়ালাম সিনেমা লুসিফার-এর তেলেগু রিমেকে বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে দেখা যাবে নয়নতারাকে।