গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের থেকে প্রাণনাশের হুমকির চিঠির পরিপ্রেক্ষিতে আত্মরক্ষার জন্য একটি অস্ত্র লাইসেন্সের আবেদন করেছেন বলিউড সুপারস্টার সালমান খান।
মুম্বাই পুলিশ বলেছে, ‘সালমান খান সম্প্রতি একটি হুমকি চিঠি পাওয়ার পরে মুম্বাই পুলিশে আত্মরক্ষার জন্য একটি অস্ত্র লাইসেন্সের আবেদন করেছিলেন।’
বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তাকে ও তার বাবাকে হুমকি পর সালমান নিজের সুরক্ষার জন্য অস্ত্রের লাইসেন্স চেয়ে মুম্বাই পুলিশের কাছে একটি আবেদন জমা দেন।
এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার মুম্বাই পুলিশ কমিশনার বিবেক ফাঁসালকারের সঙ্গে দেখা করেন সালমান।
#WATCH | Maharashtra: Actor Salman Khan leaves from the office of Mumbai Commissioner of Police Vivek Phansalkar pic.twitter.com/1NsJ2T375a
— ANI (@ANI) July 22, 2022গত ২৯ মে পাঞ্জাবি গায়ক সিধু মুস ওয়ালাকে গুলি করে হত্যার কয়েকদিন পর ৫ জুন সালমান ও তার বাবা সেলিম খান প্রাণনাশের হুমকি পেয়েছিলেন।
ঘটনার পর মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর সালমান খানের নিরাপত্তা বাড়িয়েছে। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ সালমান ও তার বাবাকে হুমকির চিঠির তদন্ত করছে।