বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অজয়-সুরিয়া-অপর্ণা পেলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার

  •    
  • ২২ জুলাই, ২০২২ ২০:৩৭

এটি সুরিয়ার প্রথম জাতীয় পুরস্কার এবং অজয় ​​দেবগনের তৃতীয়। ১৯৯৮ সালে জখম এবং ২০০২ সালে দ্য লিজেন্ড অফ ভগত সিং-এর জন্য সেরা অভিনেতা পুরস্কার পান অজয়।

ভারতের ৬৮ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে শুক্রবার। এ বছর যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন বলিউড অভিনেতা অজয় দেবগন ও তামিল অভিনেতা সুরিয়া।

এনডিটির এক প্রতিবেদনে জানানো হয়, তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র-এর জন্য অজয় এবং সোরারাই পোত্রু সিনেমায় জন্য এই পুরস্কার পেলেন সুরিয়া।

সোরারাই পোত্রু –এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন দক্ষিণী অভিনেত্রী অপর্ণা বালামুরালি।

এটি সুরিয়ার প্রথম জাতীয় পুরস্কার এবং অজয় ​​দেবগনের তৃতীয়। ১৯৯৮ সালে জখম এবং ২০০২ সালে দ্য লিজেন্ড অফ ভগত সিং-এর জন্য সেরা অভিনেতা পুরস্কার পান অজয়।

সোরারাই পোত্রু সিনেমার দৃশ্যে সুরিয়া ও অপর্ণা বালামুরালি। ছবি: সংগৃহীত

সেরা সিনেমা হিসেবেও পুরস্কার পেয়েছে সোরারাই পোত্রু। স্বল্পমূল্যের বিমান সংস্থা এয়ার ডেকানের প্রতিষ্ঠাতা ও অবসরপ্রাপ্ত সেনা ক্যাপ্টেন জিআর গোপীনাথের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিনেমাটি।

আর কিংবদন্তি মারাঠা যোদ্ধা তানাজি মালুসারে-কে নিয়ে নির্মিত সিনেমাতানহাজি।

তানহাজি সিনেমার দৃশ্যে অজয়। ছবি: সংগৃহীত

চলতি বছরের শেষের দিকে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।

এ বিভাগের আরো খবর