বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আল্লুর ‘পুষ্পা’য় মনোজ বাজপেয়ী

  •    
  • ২০ জুলাই, ২০২২ ১৮:১৩

গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় ভারতের দক্ষিণী সিনেমা পুষ্পা-দ্য রাইস। মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি ব্যাপক আলোচনায় আসে আল্লু অর্জুন অভিনীত সিনেমাটি।

বলিউডের ভার্সেটাইল অভিনেতাদের মধ্যে অন্যতম মনোজ বাজপেয়ী। হিন্দি সিনেমাপ্রেমী দর্শকের পছন্দের প্রথম সারির অভিনেতাদের মধ্যে তিনি একজন।

গ্যাংস অফ ওয়াসেপুর, শূল, সত্য, আলিগড়, কিংবা স্পেশাল ছাব্বিশ প্রত্যেক সিনেমাতেই দর্শকদের মুগ্ধ করেছেন মনোজ।

এবার তাকেই দেখা যেতে পারে ব্লকবাস্টার হিট সিনেমা পুষ্পার সিক্যুয়ালে। গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় ভারতের দক্ষিণী সিনেমা পুষ্পা-দ্য রাইস। মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি ব্যাপক আলোচনায় আসে আল্লু অর্জুন অভিনীত সিনেমাটি।

এখন এর সিক্যুয়াল পুষ্পা: দ্য রুল নিয়ে চলছে নানা আলোচনা। একাধিক রিপোর্টের বরাত দিয়ে বুধবার বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, এতে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয়ের জন্য মনোজের সঙ্গে যোগাযোগ করেছেন নির্মাতারা।

যদিও মনোজ কিংবা নির্মাতাদের পক্ষ থেকে এখনও বিষয়টি নিয়ে অফিশিয়ালি কিছু জানানো হয়নি।

পরিচালক সুকুমার আগেই ঘোষণা করেছিলেন পুষ্পার এই সিক্যুয়ালের। এখন সিনেমাটি নিয়ে চলছে নানা আলোচনা। সম্প্রতি শোনা যায়, এবার নাকি সামান্থার বদলে আইটেম গানে নাচবেন দিশা পাটানি।

আবার এও শোনা গিয়েছিল পুষ্পার সিক্যুয়ালে মারা যাবেন রাশ্মিকা মান্দার চরিত্র শ্রীভাল্লি। তবে এটিকে গুঞ্জন হিসেবেই উড়িয়ে দিয়েছেন সিনেমাটির প্রযোজক রবি শঙ্কর।

পুষ্পা-দ্য রাইসের মতো এর সিক্যুয়াল পুষ্পা: দ্য রুলও তামিল, তেলেগু, মালয়ালাম, কন্নড় ও হিন্দি ভাষায় আসবে। ২০২৩ সাল নাগাদ মুক্তি পেতে পারে এটি।

এ বিভাগের আরো খবর