দেশের শোবিজ অঙ্গনে দুজনেই নামকরা। তবে একজন ক্যামেরার সামনে, আরেকজন ক্যামেরার পেছনে। ক্যামেরার সামনে ও পেছনের যে চিরন্তন মেলবন্ধন, সেটাই বাস্তব জীবনে ঘটেছে তিশা-ফারুকীর। দাম্পত্য জীবনের ১২ বছর কাটিয়ে দিলেন অভিনেত্রী-পরিচালক জুটি।
২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। শনিবার দাম্পত্য জীবনের এক যুগ পূর্ণ করলেন তারা। বিশেষ এই দিনে দুজনেই আবেগঘন বার্তা শেয়ার করলেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে।
এদিন তিশা ও ফারুকী তাদের ফুটফুটে কন্যার সঙ্গে তিনটি ছবি পোস্ট করেছেন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। তবে ছবিগুলো একই হলেও দুজনের ক্যাপশন আলাদা।
নিজের ফেসবুক ওয়ালে ছবিগুলো পোস্ট করে ফারুকী লেখেন, ‘এই বছরটা আমাদের জন্য অদ্ভুত একটা বছর হয়ে থাকবে। এই বছরেই আমাদের জীবনে এসেছে ইলহাম। আবার এই বছরেই চলে গেলেন আমার বাবা। আর এই বছরই আমাদের বিয়ের বারো বছর পূর্তি হলো। আমাদের মনের অবস্থাটা কী এটা বোঝানোর মতো যুতসই শব্দ খুঁজতেছিলাম। পাই নাই।
‘কত শত স্মৃতি মনে পড়ছে আমাদের এই বারো বছরের। এই জীবন তো কেবল স্মৃতি জমানোরই খেলা। আশা করি সামনে আরো মধুর-অম্ল সব স্মৃতি জমা হবে আমাদের ভান্ডারে। আমাদের যৌথ জীবনের সবচেয়ে সুন্দর ঘটনা ইলহাম। আজকের এই দিনে আমরা ওর ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা ওর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।’
এদিকে ১২ বছরের দাম্পত্য জীবনে কন্যা ইলহাম-ই সবেচেয়ে সুন্দর উপহার উল্লেখ করে তিশা লেখেন, ‘দেখতে দেখতে বিয়ের ১২ বছর কাটিয়ে দিলাম। এই ১২ বছর সংসার জীবনের সবচাইতে সুন্দর উপহার আমাদের কন্যা ইলহাম নুসরাত ফারুকী। আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
চলতি বছরের ৫ জানুয়ারি তিশা-ফারুকীর ঘরে আসে তাদের কন্যা ইলহাম। প্রায় সাত মাস অতিক্রম করলেও এত মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি তারা। তবে বিবাহবার্ষিকীর এই দিনে কন্যার ছবি প্রকাশ করলেন এই তারকা দম্পতি।
এদিকে ফেসবুকে তাদের পোস্টের মন্তব্যে ভালোবাসা-অভিনন্দনে ভাসাচ্ছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।