প্রায় তিন বছর পর ঈদে মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিম অভিনীত নতুন সিনেমা পরান। এদিকে ঈদে মুক্তি পাওয়া শরীফুল রাজ অভিনীত প্রথম সিনেমা এটি। রায়হান রাফি পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান।
সোমবার বিকেলে ময়মনসিংহ শহরের পূরবী সিনেমা হলে দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখতে আসেন মিম ও রাজ। হলে এসে দর্শকদের উপস্থিতি দেখে উচ্ছ্বসিত তারা।
এ সময় মিম নিউজবাংলাকে বলেন, ‘শুটিংয়ের সময় ভীষণ কষ্ট করেছি। পরিচালকের চোখে অনন্যা হয়ে ওঠার চেষ্টা করেছি। কোনো কোনো দিন ভোর পাঁচটায় শুরু করে পরের দিন ভোর পাঁচটায় শুটিং শেষ করেছি।’
তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস ছিল সিনেমাটি দেখে দর্শকরা মুগ্ধ হবেন। আজ পূরবীতে এসে এর প্রমাণ পেয়েছি। দর্শকদের উচ্ছ্বাস দেখে নিজেও আনন্দিত হয়েছি।’
অভিনেতা শরীফুল রাজ বলেন, ‘আনন্দে দর্শকরা চিৎকার করেছে। এটি দেখে খুব ভালো লেগেছে। এই ছবিটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।’