ঈদ উপলক্ষে টিএম রেকর্ডস থেকে প্রকাশ হতে যাচ্ছে নতুন গান ‘হারিয়ে গেলাম’। তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের লুইপা ও ভারতের কণ্ঠশিল্পী পাপন।
মিউজিক ভিডিওর ফ্রেমে চমক হিসেবে রোমান্সে বন্দি হয়েছেন টলিউডের হার্টথ্রব তারকা যুগল নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত।
৭ জুলাই সন্ধ্যায় প্রকাশিত হয়েছে গানটির টিজার। ৩৬ সেকেন্ডের টিজারে বর-কনের বেশে লুইপা ও পাপনের সুরের ইন্দ্রজালে জড়িয়েছেন নুসরাত ও যশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ।
গানটি প্রসঙ্গে লুইপা বলেন, ‘এ গানটি আমার সংগীতজীবনের অমূল্য অর্জন। গানটি যদি আমার লেখা ও সুর হতো আমি তা কাউকে দিতাম না- নিজের কাছেই রেখে দিতাম।
প্রতিষ্ঠানটি জানায়, ৮ জুলাই রাত ৮ টায় ‘হারিয়ে গেলাম’ গানটি প্রকাশ হতে যাচ্ছে টি এম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে।