ঈদে বঙ্গ নিয়ে আসছে জনপ্রিয় নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ্র নিরীক্ষাধর্মী প্রজেক্ট সিঙ্গেল স্ক্রিন স্টোরি। একটি দৃশ্যে একটি গল্প- এভাবে ১৪টি ভিন্ন ধারার শর্ট ফিল্ম নিয়ে গড়ে উঠেছে এই প্রোডাকশনটি।
নির্মাতা বান্নাহ্ নিউজবাংলাকে বলেন, ‘এখানে যে গল্পগুলো বলা হয়েছে, সেগুলো একটা সিকোয়েন্সের। গল্পগুলোর দৈর্ঘ্য একেকটার একেকরকম। কোনোটা দেড় মিনিট, কোনোটা ৮ মিনিট। নানা দৈর্ঘ্যের কাজ আছে এখানে।’
সাইন্স ফিকশন, অ্যান্থলজি, হরর, ফ্যান্টাসি, রোমান্স, ফ্যামিলি-সোশ্যাল-ইমোশনাল-ইয়ুথ ড্রামা, ডার্ক ড্রামা, থ্রিলারসহ বিভিন্ন জনরায় এক্সপেরিমেন্ট করেছেন পরিচালক।
গল্পগুলো হলো- সায়েন্স ফিকশন জনরার ইনকামার, পোস্ট মেরিডিয়ান এরা, সুপার হিরো, সোশ্যাল ড্রামা জনরার শর্ট ফিল্ম টয়, ডার্ক থ্রিলার হি ইজ নো মোর, রোম্যান্টিক জনরার শর্ট ফিল্ম লাভ রুম, রোমান্স-থ্রিলার জনরার শর্ট ফিল্ম ফার্স্ট ডেট, ডার্ক-ড্রামা শর্ট ফিল্ম সেপুক্ক, সোশ্যাল ড্রামা জনরার ডিপ্রেশন, ইমোশনাল শর্ট ফিল্ম হ্যাপি বার্থডে টু মি, ইয়ুথ ড্রামা ফাদার, ফ্যামিলি ড্রামা জনরার শর্ট ফিল্ম অ্যাংরি ওল্ড ম্যান, হরর শর্ট ফিল্ম মর্গ, হরর থ্রিলার এভিল ডিকশন।
সংবাদি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গ সবসময় চেষ্টা করে আসছে দর্শকদের ভালো কনটেন্ট পৌঁছে দিতে। দক্ষ পরিচালক, আর একঝাঁক জনপ্রিয় তারকা অভিনয়শিল্পীর মাধ্যমে শর্টফিল্ম গুলো নির্মাণ করা হয়েছে দর্শকদের ঈদ আনন্দ দেবার জন্য।