প্রতীক্ষিত সিনেমা হাওয়ার মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমন আগেই জানিয়েছিলেন, জুলাইতে মুক্তি পাবে সিনেমাটি। এবার তিনি জানালেন মুক্তির তারিখ।
পরিচালক নিউজবাংলাকে বলেন, ’২৯ জুলাই মুক্তি পাবে হাওয়া। বৃহস্পতিবার প্রকাশ করা হবে সিনেমাটির প্রথম গান।’
এর আগে সিনেমাটির ট্রেইলার প্রকাশ করা হয়েছে। তার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শক মহলে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। আর এখন নিয়মিত প্রকাশ করা হচ্ছে সিনেমার চরিত্রগুলোর লুক।
হাওয়া মূলত এ কালের রূপকথার গল্প। তবে যে রূপকথার গল্প সবাই শুনে আসছে, ঠিক তেমন না সিনেমাটির গল্প। এটি মাটির গল্প নয়, বরং পানির গল্প। সমুদ্রপারের নয়, গভীর সমুদ্রের গল্প নিয়ে নির্মিত হয়েছে হাওয়া।
সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সোহেল মন্ডল, সুমন আনোয়ার, নাজিফা তুষিসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।