প্রকাশ পেল এবারের ঈদে মুক্তি পেতে যাওয়া আলোচিত সিনেমা পরাণ-এর ট্রেইলার। সিনেমাটির প্রযোজনা সংস্থা লাইভ টেকের ইউটিউব চ্যানেলে মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর মুক্তি দেয়া হয় ট্রেইলারটি।
এদিকে ট্রেইলার প্রকাশের পর থেকে প্রশংসায় ভাসছেনপরাণ-এর তিন অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ ও ইয়াশ রোহান।
ইউটিউবে ট্রেইলারের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘প্রথমবার কোনো বাংলা মুভির ট্রেইলার এত ভালো লাগল।’
অন্য একজন লিখেছেন, ‘দারুণ হবে। ইয়াশ, মিম, শরিফুল তিনজনই আমার পছন্দের। তবে, শরিফুল রাজ ছক্কা হাঁকাবে, এটা শতভাগ নিশ্চিত।’
একজন মন্তব্যকারী লিখেছেন, ‘কিছু বলার নেই, এই সিনেমার পরিচালক যখন রায়হান রাফি তখন আর কী লাগে। মিম-রাজের অভিনয় সেই লেভেলের হয়েছে। ট্রেইলার জাস্ট ওয়াউ।’
‘বিদ্যা সিনহা মিম মানে আগুন।' ‘শরিফুল ভাইকে মিমের সঙ্গে অনেক ভালো মানিয়েছে। এক কথায় পুরাই আগুন।’ ‘এই ঈদের সবচেয়ে বড় ধামাকা’; এমন নানা প্রশংসায় ভরে উঠেছে মন্তব্যের ঘর।
২০২০ সালে টিজার প্রকাশের পর সে সময় বেশ আলোচনায় আসে সিনেমাটি। ওই বছর ভালোবাসা দিবসে প্রথম মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু করোনাসহ নানা কারণে একাধিকবার তা পেছানো হয়। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এবার ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসছে পরাণ।
কদিন আগে প্রকাশ পায় ‘চল নিরালায়’ শিরোনামে সিনেমাটির একটি গান। এরপর আবারও বাংলা সিনেমাপ্রেমীদের আলোচনায় আসে রায়হান রাফি পরিচালিত সিনেমাটি।
এদিকে ট্রেইলার প্রকাশের পর আরও জোর কদমে পরাণ-এর প্রচারে নামার প্রস্তুতি নিচ্ছে সিনেমাটির টিম। এমনটাই জানালেন অভিনেত্রী মিম।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের প্রচার তো চলছেই। সেই সঙ্গে আউটডোরে প্রচারের প্রস্তুতি চলছে। এ ছাড়া ঈদের দিন আমরা ময়মনসিংহ যাচ্ছি দর্শকদের সঙ্গে পরাণ দেখতে।’
কতটি প্রেক্ষাগৃহে সিনেমাটি আসছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা এখনই সঠিক বলতে পারব না, তবে প্রযোজনা সংস্থা দু-এক দিনের মধ্যেই হয়তো আমাদের জানাবে। তখন সেটি জানিয়ে দেব আমরা।’