বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাবি টিএসসিতে ভক্তদের মাঝে অনন্ত-বর্ষা

  •    
  • ২৫ জুন, ২০২২ ২০:০৬

সিনেমার প্রচারের কর্মসূচি হিসেবে টিএসসি মিলনায়তনে ছিল দিন- দ্য ডে সিনেমার ট্রেইলার ও গান প্রদর্শনী। এছাড়া মঞ্চে কথা বলেন অনন্ত ও বর্ষা।

কোরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে অনন্ত-বর্ষা জুটির সিনেমা দিন- দ্য ডে। শুরু হয়ে গেছে সিনেমার প্রচার। বিভিন্ন প্রেক্ষাগৃহে শোভা পাচ্ছে সিনেমাটির পোস্টার, কার্ড বোর্ড।

প্রচারের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় অনন্ত-বর্ষা গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার স্টুডেন্ট সেন্টারে (টিএসসি)। সেখানে শিক্ষার্থী ও সাধারণের ভালোবাসায় সিক্ত হয়েছেন ঢাকাই সিনেমার এ জুটি।

সন্ধ্যায় টিএসসিতে ঢোকার সময় থেকেই তাদের ঘিরে ছিলেন ভক্ত-দর্শকরা। মিলনায়তনে ঢোকার পরও ছিল সেই ভিড়। টিএসসিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সঙ্গেও ছবি তোলেন অনন্ত-বর্ষা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঢোকার সময় অনন্ত-বর্ষা। ছবি: সংগৃহীতCaption

সিনেমার প্রচারের কর্মসূচি হিসেবে টিএসসি মিলনায়তনে ছিল দিন- দ্য ডে সিনেমার ট্রেইলার ও গান প্রদর্শনী। এছাড়া মঞ্চে কথা বলেন অনন্ত ও বর্ষা।

অনন্ত বলেন, ‘অনেক রিস্ক নিয়ে আমরা সিনেমাটির শুটিং করেছি। ইরান সরকার শুটিংয়ে আমাদের সাহায্য করেছে। ইরানের আর্মি, স্পেশাল ফোর্স আমাদের গার্ড দিয়েছে শুটিং করার সময়। আফগানিস্তানের আর্মি আমাদের সহযোগিতা করেছে।

টিএসসি মিলনায়তনের ভেতরে সবার সঙ্গে অনন্ত-বর্ষা। ছবি: সংগৃহীত

‘ইরান সরকার, সিনেমার পরিচালক মুর্তজা, ফারাবি সিনেমা ফাউন্ডেশন যেটা ইরান সরকারের ফিল্ম ইনস্টিটিউট সবার কষ্টের ফলে আজকের দিন- দ্য ডে।

‘আমরা যখন সেকেন্ড টাইম শুটিংয়ে যাই তখন টেম্পারেচার ছিল ৪৭-৪৯ ডিগ্রি সেলসিয়াস। আগের বার ছিল বরফ, পরেরবার গরম। আমরা অনেক কষ্ট করেছি।

সম্মিলিস সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সঙ্গে অনন্ত-বর্ষা। ছবি: সংগৃহীত

‘আপনার জানেন, একেটা সিনেমার শুটিং হয় ৪৫-৬০ দিন। এই সিনেমার ক্যামেরা ওপেন হয়েছে ১২০ দিন। আমরা তার্কিতে প্রচুর শুটিং করেছি। আপনারা পরবর্তী ট্রেইলারে দেখতে পারবেন। আমরা দুই টাইপের ট্রেইলার করেছি। যে ট্রেইলারটি দেখেছেন সেটা ইরানের জন্য, যার কারণে ইরানি শিল্পীদের বেশি দেখতে পয়েছেন। এখানে অনেক টেকনলজি ব্যবহার করা হয়েছে। এখানে এইট কে রেজুলেশনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে।’

দিন- দ্য ডে ইরান বাংলাদেশ যৌথ প্রযোজনার একটি অ্যাকশন থ্রিলার সিনেমা। পরিচালনা করছেন ইরানী পরিচালক মুর্তজা অতাশ জমজম। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন অনন্ত বর্ষা।

এ বিভাগের আরো খবর