বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টনসিল অপসারণ করে মারা গেলেন সাবেক মিস ব্রাজিল

  •    
  • ২৪ জুন, ২০২২ ১৭:০৬

গ্লেসি কোরিয়ার এমন মৃত্যুতে শোকাহত তার স্বজনরা। তার পারিবারিক যাজক লিডিয়ান আলভেস ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ‘আমরা গভীরভাবে শোকাহত। তিনি অপরূপ একজন নারী এবং সবার কাছে খুব প্রিয় ছিলেন। তার হাসি এবং উজ্জ্বলতা ছাড়া বেঁচে থাকা কষ্টের।’

গত এপ্রিলে টনসিল অপারেশন করেন সাবেক মিস ব্রাজিল গ্লেসি কোরিয়া, কিন্তু অস্ত্রোপচারের পাঁচ দিন পর রক্তক্ষরণে আক্রান্ত হন তিনি। এরপর টানা দুই মাসের বেশি সময় ধরে কোমায় চলে যান। আর চেতনা ফেরেনি তার।

সর্বশেষ গত সোমবার কিডনি জটিলতায় ২৭ বছর বয়সে মারা গেছেন তিনি। দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী অপেক্ষাকৃত নিরাপদ এবং নিয়মিত অপারেশন হিসেবে বিবেচিত হয় টনসিল; এতে মৃত্যুর হার খুবই কম। অনুমানিক প্রতি ১০ হাজারে একজন থেকে ৪০ হাজারে একজনের মৃত্যু হয়ে থাকে।

গ্লেসি কোরিয়ার এমন মৃত্যুতে শোকাহত তার স্বজনরা। তার পারিবারিক যাজক লিডিয়ান আলভেস ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ‘আমরা গভীরভাবে শোকাহত। তিনি অপরূপ একজন নারী এবং সবার কাছে খুব প্রিয় ছিলেন। তার হাসি এবং উজ্জ্বলতা ছাড়া বেঁচে থাকা কষ্টের।’

প্রাক্তন মিস ব্রাজিল গ্লেসি কোরিয়া। ছবি: সংগৃহীত

২০১৮ সালে মিস ব্রাজিলের খেতাব জয় করেন গ্লেসি কোরিয়া। তিনি একাধারে একজন মডেল, বিউটিশিয়ান ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে তার ফলোয়ারদের শোকবার্তায় ছেয়ে গেছে।

মঙ্গলবার পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে কোরিয়াকে সমাহিত করা হয়েছে। উত্তর-পূর্বে ব্রাজিলের আটলান্টিক উপকূলের শহর ম্যাকেতে জন্ম তার।

এ বিভাগের আরো খবর