‘মাসুদ রানা: ধ্বংসপাহাড়’ উপন্যাস অবলম্বনে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমা এমআর-নাইন। সিনেমায় যুক্ত হয়েছেন দেশের অভিনেত্রী এলিনা শাম্মী।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। শাম্মী জানান, দুই দিন আগে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। কী চরিত্রে অভিনয় করবেন তা জানাতে চাননি তিনি।
শাম্মী বলেন, ‘চরিত্র সম্পর্কে এখনই বলা বারণ, তবে চরিত্রটি গুরুত্বপূর্ণ। রাজধানীর মিরপুর সুইমিং কমপ্লেক্সে বৃহস্পতিবার থেকে শুটিং শুরু হচ্ছে।’
তিনি আরও জানান, শুটিং চলবে ২৯ জুন পর্যন্ত। সিনেমার পরিচালক আসিফ আকবর। তার পরিচালনায় আমেরিকার লাস ভেগাসে হয়েছে সিনেমার শুটিং।
তিনি দেশে এসেছেন কি না জানতে চাইলে এখনও বিষয়টা জানেন না বলে জানান শাম্মী। সিনেমায় আরও অভিনয় করছেন ‘ক্যাপ্টেন আমেরিকা’র অভিনেতা ফ্র্যাঙ্ক গ্রিলো, মাইকেল জাই হোয়াইট (দ্য ডার্ক নাইট)। এই সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক হচ্ছে ফ্র্যাঙ্ক গ্রিলোর ছেলে রেমি গ্রিলোর।
এতে আরও অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সাক্ষী প্রধান (পয়জন), হলিউড অভিনেতা নিকো ফস্টার (আর্মি অফ ওয়ান), বলিউড অভিনেতা ওমি বৈদ্য (থ্রি ইডিয়টস), হলিউড অভিনেতা ওলেগ প্রুডিয়াস (উলফ ওয়ারিয়র টু), আমেরিকান মডেল-অভিনেত্রী জ্যাকি সিগেল (দ্য কুইন অফ ভার্সাই)।
এ ছাড়া আনিসুর রহমান মিলন এবং শহিদুল আলম সাচ্চু যুক্ত হয়েছেন এমআর-নাইন-এ। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশি অভিনেতা এ বি এম সুমন।
এমআর-নাইন-এর চিত্রনাট্য করেছেন আসিফ আকবর, আব্দুল আজিজ এবং নাজিম উদ দৌলা। বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া, লস অ্যাঞ্জেলেসভিত্তিক আল ব্রাভো ফিল্মস এবং এমআর-নাইন ফিল্মস সিনেমাটি প্রযোজনা করছে।