বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডাকাত হয়ে চার বছর পর ফিরছেন রণবীর

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ জুন, ২০২২ ১৭:৩০

এ সিনেমার মাধ্যমে চার বছর পর বড় পর্দায় ফিরছেন রণবীর। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল সঞ্জয় দত্তের বায়োপিক সঞ্জু। ২২ জুলাই মুক্তি পাবে শমশেরা।

ঝাঁকড়া চুল, মুখে বড় বড় দাড়ি, চোখের চাউনিতে আগুন। শমশেরা সিনেমার টিজারে এভাবে ধরা দিয়েছেন। দেড় দশকের সিনেমা ক্যারিয়ারে এমনভাবে দেখা যায়নি তাকে।

বুধবার প্রকাশ পেয়েছে শমশেরা সিনেমার টিজার। এতে রণবীর যেমন চমকে দিয়েছেন দর্শকদের, তেমনি চোখ বড় করে দিয়েছেন সঞ্জয় দত্ত। তার পুলিশ চরিত্রের লুক বিস্মিত করেছে দর্শকদের।

ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, ঊনবিংশ শতাব্দীর পটভূমিতে নির্মিত হয়েছে সিনেমাটি। প্রযোজনা করেছে যশ রাজ ফিল্মস। পরিচালনা করেছেন করণ মালহোত্রা।

এ সিনেমার মাধ্যমে চার বছর পর বড় পর্দায় ফিরছেন রণবীর। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল সঞ্জয় দত্তের বায়োপিক সঞ্জু। ২২ জুলাই মুক্তি পাবে শমশেরা।

সিনেমায় ব্রিটিশদের বিরুদ্ধে একদল ডাকাতের লড়াই উঠে আসবে। ব্রিটিশ রাজের বিরুদ্ধে নিজেদের অধিকার আর স্বাধীনতার লড়াই লড়বে শমশেরা।

সিনেমার ট্যাগলাইন, ‘কর্মসে ডাকেত, ধর্মসে আজাদ’ (বাংলায়: কাজে ডাকাত, ধর্মে মুক্ত)। এতে রণবীরের নায়িকা বানি কাপুর। যদিও সিনেমার টিজারে তাকে দেখা যায়নি।

শমশেরা সিনেমায় সঞ্জয় দত্তের লুক। ছবি: সংগৃহীত

ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, সিনেমায় দুই চরিত্রে দেখা যাবে রণবীরকে। কাল্পনিক কাজা শহরের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমার গল্প। জেনারেল শুদ্ধ সিংয়ের (সঞ্জয় দত্ত) অত্যাচার-নিপীড়ন থেকে মুক্তির লড়াই দেখা যাবে সিনেমায়।

রণবীরের জন্য ২০২২ সাল জমজমাট। কারণ শমশেরা মুক্তির মাত্র দেড় মাস পরেই মুক্তি পাবে ব্রহ্মাস্ত্র।

এ বিভাগের আরো খবর