সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে রেল ও সড়ক যোগাযোগ। পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ। দেখা দিয়েছে শুকনো খাবার ও খাওয়ার পানির সংকট।
শুধু তাই নয়, গৃহপালিত পশু নিয়েও বিপাকে পড়েছে মানুষ। এমন পরিস্থিতি নাড়া দিয়েছে দেশবাসীকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলে দেখা যাচ্ছে, সে অঞ্চলে কীভাবে সাহায্য করা যায় এমন নানা পোস্টও। ব্যক্তি পর্যায়ে অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন।
তেমনই বন্যাদুর্গতদের সাহায্যের কথা জানালেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক হানিফ সংকেত। একই সঙ্গে বানভাসিদের পাশে দাঁড়াতে দেশের সামর্থ্যবান ও বিত্তবান মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
বন্যাদুর্গত এলাকার একটি ছবি পোস্ট করে রোববার বিকেলে ভেরিভায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই আহ্বান জানান হানিফ সংকেত।
তিনি লেখেন, ‘আধ্যাত্মিক ঐতিহ্যের পুণ্যভূমি, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটন নগরী সিলেটে ও সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত লাখ লাখ মানুষ। সময়ের সাথে সাথে বাড়ছে পানি, ডুবছে জনপদ, বাড়ছে দুর্ভোগ। বাড়ছে খাদ্য ও পানির চরম সংকট। যোগাযোগব্যবস্থাও প্রায় বিচ্ছিন্ন। এরই মধ্যে চলছে অবিরাম বর্ষণ। বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা। স্থবির হয়ে পড়েছে জনজীবন।’
জনপ্রিয় এই উপস্থাপক আরও লেখেন, ‘মানবেতর জীবনযাপন করছেন পানিবন্দি অসহায় মানুষ। আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আমরা কিছুটা হলেও চেষ্টা করছি দুর্গতদের পাশে দাঁড়াতে। দেশের সামর্থ্যবান ও বিত্তবান মানুষের প্রতি আহ্বান-আসুন সবাই মিলে এই অসহায় বানভাসি মানুষের পাশে দাঁড়াই। বাড়িয়ে দিই সহযোগিতার হাত।’