বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘তালাশ’-এর প্রচারণায় বগুড়ায় বুবলী-আদর

  •    
  • ১৮ জুন, ২০২২ ১৮:৩৭

বুবলী বলেন, ‘আজকে বগুড়ায় আসা মূলত তালাশ টিমের জন্য। এখানে না এলে বুঝতে পারতাম না দর্শকরা তালাশ টিমকে কী পরিমাণ ভালোবাসা দিয়েছে। এ জন্য আমরা অত্যন্ত আনন্দিত।’

তালাশ সিনেমার প্রচারণা ও দর্শকদের সঙ্গে দেখা করতে বগুড়ায় উড়ে এসেছেন বর্তমান সময়ে ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ত নায়িকা শবনম বুবলী। সঙ্গে ছিলেন নবাগত নায়ক ও বগুড়ার ছেলে আদর আজাদ।

শনিবার দুপুরে তালাশ –এর পরিচালক ও টিমের সঙ্গে বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে হাজির হন তারা। এর আগে সকালে হেলিকপ্টারে চড়ে শহরের একটি পাঁচ তারকা হোটেলে আসেন। সেখানে বিশ্রাম নিয়ে তালাশ টিম রওনা দেয় প্রেক্ষাগৃহের পথে।

শুক্রবার বগুড়াসহ দেশের প্রায় ৫০ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। রোমান্টিক থ্রিলার ঘরানার গল্পে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির।

সিনেমাটি নিয়ে মধুবন সিনেপ্লেক্সে সাংবাদিক ও উপস্থিত দর্শকের সামনে সৈকত নাসির বলেন, ‘তালাশ প্রেমের সিনেমা। ভালোবাসার গল্প নিয়ে তৈরি। সিনেমাটি এমনভাবে সাজানো হয়েছে যে গল্পের লাস্ট পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। বোরিং করবে না কোথাও।’

বগুড়ার দর্শকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘এই সিনেমায় কাজ করেছেন আপনাদের বগুড়ার ছেলে আদর আজাদ। আপনারা অবশ্যই দেখবেন। আমাদের দৃঢ় বিশ্বাস সিনেমাটি ভালো লাগবে।’

বগুড়ার আঞ্চলিক ভাষায় সবাইকে সম্ভাষণ করে বুবলী বলেন, ‘কেঙ্কা (কেমন) আছেন আপনারা? মধুবন সিনেপ্লেক্স খুব ভালো লেগেছে। এত সুন্দর ডেকোরেটেড। সব মিলিয়ে প্রথমবার বগুড়ায় এসে খুবই মুগ্ধ।’

বগুড়ার রাস্তায় বুবলী-আদর। ছবি: নিউজবাংলা

বগুড়ার ভালোবাসায় উচ্ছ্বাস করে বুবলী বলেন, ‘আজকে বগুড়ায় আসা মূলত তালাশ টিমের জন্য। এখানে না এলে বুঝতে পারতাম না দর্শকরা তালাশ টিমকে কী পরিমাণ ভালোবাসা দিয়েছে। এ জন্য আমরা অত্যন্ত আনন্দিত।’

প্রথম সিনেমায় বুবলীর মতো অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত বলে জানান আদর।

নবাগত এই চিত্রনায়ক বলেন, ‘আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে সুস্থভাবে বগুড়ায় আসতে পেরে। প্রথমে ধন্যবাদ দেই পরিচালক সৈকত ভাইকে; আমার জন্য এত শ্রম দেয়ার জন্য।’

বগুড়াবাসীর উদ্দেশ্যে আদর বলেন, ‘আপনারা সবাই এই সিনেমাটি দেখবেন। সিনেমাটি প্রমোট করুন। বগুড়া থেকে আরও সাড়া চাই।’

বগুড়ায় দর্শকদের সামনে কথা বলছেন নবাগত চিত্রনায়ক আদর, সঙ্গে রয়েছেন বুবলী। ছবি: নিউজবাংলা

মধুবন সিনেপ্লেক্সের স্বত্বাধিকারী আরএম ইউনুস রুবেল বলেন, ‘ঢাকা থেকে দুটো সিনেমা চালানোর জন্য বলা হয়েছিল। অমানুষ ও তালাশ। আমি তালাশ বেছে নিয়েছিলাম। কারণ হিসেবে আমি বলেছি, এ সিনেমায় আমার বগুড়ার ছেলে রয়েছে। আমি তালাশ সিনেমাটিই চালাব।’

বুবলী-আদর ছাড়াও তালাশ-এ আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদসহ অনেকে।

এ বিভাগের আরো খবর