বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খুব চেষ্টা করছি শক্ত থাকতে: মৌসুমী

  •    
  • ১৮ জুন, ২০২২ ০৮:৪৩

এই দূরত্ব ঘুচাতে মনে হয় মানসিকভাবে এখনও বেশ বেগ পেতে হচ্ছে মৌসুমীর। এমনটাই অনুমান করা যায় অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে।

ঢাকাই চলচ্চিত্রের অভিনয়শিল্পী দম্পতি ওমর সানী-মৌসুমীর সংসারে বাজছে ভাঙনের সুর, এমন গুঞ্জনের খবরে গত কয়েক দিন ধরেই বেশ সরগরম গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম।

আর এই সংসার ভাঙন ধরানোর নেপথ্যে চিত্রনায়ক জায়েদ খানকে দায়ী করেন ওমর সানী। এরপর জায়েদের পক্ষ নিয়ে মৌসুমীর পাল্টা বক্তব্যে সেই গুঞ্জন আরও জোরাল হয়।

শুধু তা-ই নয়, ওমর সানী গণমাধ্যমে এও বলেছিলেন, বেশ কিছুদিন ধরে মৌসুমীর সঙ্গে একই ছাদের নিচে থেকেও কোনো কথা হয় না দুজনের।

সানী-মৌসুমী দম্পতির জটিলতার বিষয়টি তাদের ছেলে ফারদিনও জানেন। এর আগে এই প্রসঙ্গে তিনি নিউজবাংলাকে বলেছেন, বাবার ওপর রাগ করেছেন মা। এ অবস্থা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে বলে আশা করছেন ফারদিন।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘যতটা বড় করে জিনিসটা দেখা হচ্ছে, ততটা বড় এটা না। তাদের মধ্যে কোনো ইস্যু থাকলে সেটা তাদের মধ্যেই সমাধান হয়ে যাবে।’

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে ওমর সানী তার ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায়, এক টেবিলে বসে খাচ্ছেন সানী, মৌসুমী, তাদের ছেলে ফারদিন, মেয়ে ফাইজা, ফারদিনের স্ত্রীসহ আরও কয়েকজন।

সেই ছবির ক্যাপশনে সানী লেখেন, ‘সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।’

ছবি আর এমন ক্যাপশনে ভক্ত-শুভাকাঙ্ক্ষিরা অনুমান করেন সানী-মৌসুমীর সম্পর্কের দূরত্ব ঘুচেছে, শুভেচ্ছা-শুভ কামনা জানান তারা।

তবে এই দূরত্ব ঘুচাতে মনে হয় মানসিকভাবে এখনও বেশ বেগ পেতে হচ্ছে মৌসুমীর। এমনটাই অনুমান করা যায় অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে।

সবশেষ ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করে স্ট্যাটাস দিয়েছেন মৌসুমী। ছবি: সংগৃহীত

শুক্রবার রাতে ইনস্টাগ্রামে এলো চুলের একটি ছবি পোস্ট করেন মৌসুমী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘বৃষ্টিতে ভিজে গেলাম, বৃষ্টিও বলে লিলি ফ্লাওয়ারস তোমার জন্য। ভিজে ভিজে কিছু কথা মনে হলো, কোনো একসময় বলব যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। খুব ট্রাই (চেষ্টা) করছি শক্ত থাকতে, অভিমানী মন বড় দুর্বল। নিজের দুর্বলতা অন্য কারো ওপর চাপিয়ে কেউ ভালো থাকতে পারে না। কষ্ট আমি নিলাম সুখ তোমাকে দিলাম।’

এদিকে এর আগে বৃহস্পতিবার রাতে ওমর সানীর দেয়া পোস্টের আগে ফেসবুকে মৌসুমী নিজের তিনটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘কঠিন বাস্তবতা অতিক্রম মানে হচ্ছে স্বপ্নকে ছুঁয়ে দেওয়া।’

গত ১২ জুন জায়েদ খানের বিরুদ্ধে সংসার ভাঙা ও হত্যাচেষ্টার কথা উল্লেখ করে শিল্পী সমিতিতে অভিযোগ করেন ওমর সানী। অভিযোগপত্রে বিষয় হিসেবে উল্লেখ করেন, ‘জায়েদ খান দ্বারা আমার সংসার ভাঙা এবং আমাকে পিস্তল বের করে মেরে ফেলার হুমকি প্রসঙ্গে।’

এর আগে ১০ জুন রাতে অভিনেতা ডিপজলের ছেলের বিয়েতে অভিনেতা জায়েদ খানকে চড় মারেন বলে দাবি করেন ওমর সানী। এর পরিপ্রেক্ষিতে ওমর সানীর দিকে জায়েদ খান পিস্তল উঁচিয়ে হুমকি দেন বলেও অভিযোগ করেন সানী।

এ বিভাগের আরো খবর