বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিরব কি ‘অমানুষ’, না ভালো শিল্পী

  •    
  • ১৬ জুন, ২০২২ ১৫:৩৫

বুধবার রাতে এফডিসিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিচালকের কাছে সাংবাদিকের প্রশ্ন ছিল এমন, ‘অমানুষ হিসেবে নিরবকে কতটা দেখেছেন যে তাকে এ চরিত্রে নিয়েছেন।’

কোনো সিনেমায় যখন কোনো অভিনয়শিল্পীকে নেয়া হয়, তখন চরিত্রটিতে কোন অভিনয়শিল্পীকে মানাবে সেটা হয়ে ওঠে বিবেচনার বিষয়।

অনন্য মামুন পরিচালিত অমানুষ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নিরব। তাকে সিনেমায় চূড়ান্ত করার সময় কি তার ভেতরে কত বড় অমানুষ বাস করে, তার খোঁজ নিয়েছিলেন পরিচালক?

নাকি পরিচালক জানতেন যে নিরবের সুন্দর চেহারার পেছনে ভয়ংকর এক অমানুষ বাস করছে?

না, এমন কিছুর খোঁজ পরিচালক করেননি। নিরবের সুন্দর চেহারার পেছনে ভয়ংকর কোনো অমানুষও বাস করে না।

পরিচালক নিরবের মধ্যে একজন ভালো অভিনেতা দেখতে পেয়েছেন। সে জন্যই তাকে নেয়া হয়েছে অমানুষ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে।

বুধবার রাতে এফডিসিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিচালকের কাছে সাংবাদিকের প্রশ্ন ছিল এমন, ‘অমানুষ হিসেবে নিরবকে কতটা দেখেছেন যে তাকে এ চরিত্রে নিয়েছেন।’

উত্তরে পরিচালক বলেন, ‘আমি তার মধ্যে কোনো অমানুষ দেখিনি। আমি ভালো একজন অভিনেতা দেখেছি।’

পরিচালক আরও বলেন, ‘নবাব এলএলবি সিনেমার পর প্রচণ্ড হতাশ হয়ে পড়ি। সবাই বলেছিল মামুন শেষ। তখন ভাবলাম এখান থেকে ব্যাক করতে হলে ভালো সিনেমা করেই ব্যাক করতে হবে। তখন অমানুষ সিনেমার ভাবনা।

‘প্রথম দিকে নিরব সিনেমাটা করতে চাননি। পরে তিনিই সিনেমাটাকে এগিয়ে নিয়ে গেলেন ও যাচ্ছেন।’

আয়োজনে নিরব তার লুক নিয়ে বলেন, ‘আমি মামুন ভাইকে বলেছিলাম, তাহলে আমি চুল বড় করা শুরু করি। কারণ ডাকাতরা তো জঙ্গলে থাকে, তারা চুল-দাড়ি তেমন কাটতে পারে না। কিন্তু মামুন ভাই বললেন যে না, আমাকে তিনি ছোট চুল ও ছোট দাড়িতে দেখতে চান।’

নিরবের সঙ্গে পরিচালক অনন্য মামুন যোগ করে বলেন, ‘পুরো শুটিংয়ে নিরব চার-পাঁচ দিন গোসল করেছে।’

১৭ জুন অমানুষ সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশের ৪১টি প্রেক্ষাগৃহে। সিনেমায় আরও আছেন মিথিলা, নওশাবা, মিশা সওদাগরসহ অনেকে।

এ বিভাগের আরো খবর