ক্যাচি বিট, আকর্ষণীয় ও উচ্ছ্বসিত গানে ভক্তদের মন জয় করা দক্ষিণ কোরিয়ার তুমুল জনপ্রিয় ব্যান্ড বিটিএস কিছুদিন সময় নিচ্ছে তাদের সোলো প্রজেক্টে আরও বেশি মনোযোগী হওয়ার জন্য।
অনেকেই ভাবছেন ব্যান্ড হিসেবে তাদের সফর এখানেই শেষ তবে বিষয়টি যে মোটেও ‘ডিসব্যান্ড’ বা আলাদা হয়ে যাওয়া নয়, তা নিশ্চিত করেছেন গ্রুপের সদস্যরাই।
এ নিয়ে কথা বলেছে বিটিএসের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বিগ হিট মিউজিক এবং হাইবও।
গত ১৪ জুন ব্যান্ডটি ‘২০২২ বিটিএস ফেসটা’ অর্থাৎ তাদের আত্মপ্রকাশের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে ভক্তদের সামনে ডিনার পার্টির আয়োজন করে।
সে ভিডিওতে তাদের দেখা যায়, ফ্যানদের সামনে মন খুলে নিজেদের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন তারা।
ওই ডিনার পার্টির ভিডিওর এক পর্যায়ে ব্যান্ড সদস্য সুগা বলেছেন, তারা যে বিরতিতে যাচ্ছেন সে সম্পর্কে তাদের কথা বলা উচিত।
তারা তাদের আন্তর্জাতিক কনসার্ট ট্যুরিং প্ল্যান এবং মিউজিক রিলিজ নিয়ে কথা বলেন। সেই সঙ্গে প্রত্যেকে নিজেদের শৈল্পিক লক্ষ্য সম্পর্কে কী ভাবছেন তা নিয়েও কথা বলেন।
তারা জানান, কোভিড কীভাবে তাদের আন্তর্জাতিক কনসার্ট ট্যুরিং প্ল্যানে বিঘ্ন ঘটায় এবং তারা কীভাবে এর মোকাবেলা করেছে।
দলটি কোরিয়ান ভাষায় কথা বলেছিল এবং ভিডিওতে অন্তর্ভুক্ত ইংরেজি সাবটাইটেলে ‘হায়াটাস’ শব্দটি ব্যবহার করা হয়েছিল যার কারণে অনেকে ভেবেছে এটিই হতে যাচ্ছে বিটিএসের ‘বিচ্ছেদ’।
তবে ভুল ভাঙাতে হাইব একটি বিবৃতিতে বলেছে যে, তারা এখনও একটি গ্রুপ হিসাবে কাজ করবে, পাশাপাশি নিজেদের একক অ্যালাবামেও কাজ করবে।
স্পষ্টভাবে হাইব বলেছে, ‘বিটিএস-এ বিচ্ছেদ হচ্ছে না, নিজেদের একক প্রজেক্টে মনোযোগী হতে বিরতি নিচ্ছেন। সদস্যরা এই সময়ে একক প্রকল্পগুলোতে আরও বেশি মনোযোগ দেবে।’
বিবৃতিটির কয়েক ঘণ্টা পরে নাভের জানিয়েছে, বিটিএস মেম্বার জে-হোপ প্রথম সদস্য হিসেবে তার একক অ্যালবাম নিয়ে আত্মপ্রকাশ করবেন।
আন্তর্জাতিক সংবাদ আউটলেটটি আরও জানায় যে, ব্যান্ডের অন্যান্য সদস্যরাও ভবিষ্যতে একক প্রকল্প প্রকাশ করবে।
জানা গেছে যে, বিটিএস ফিরে আসবে তাদের রিয়্যালিটি শো ‘রান!বিটিএস’ নিয়েও।
বিগ হিট মিউজিক মন্তব্য করেছে, পরবর্তীতে কী হবে তা স্পষ্ট করে জানানো হবে।
এ নিয়ে দলটির সদস্য জিওন জাংকুক বুধবার দক্ষিণ কোরিয়ার লাইভস্ট্রিমিং অ্যাপ ভি লাইভে এসে এই ভুল বোঝাবুঝি সংশোধন করে বলেন, ‘আগের দিনের তাদের ফেস্টা ডিনার পার্টির ভিডিওর পরে ব্যান্ডের পরিকল্পনা সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর করতে এসেছি।’
তিনি বলেন, ‘আমরা আমাদের একক প্রজেক্টগুলোতে মনোনিবেশ করার জন্য সময় নিতে চাচ্ছি, তবে দল হিসেবে একসঙ্গে কাজ করা বন্ধ করব না। বিটিএস ফরেভার, আর্মি (বিটিএস ফ্যানদের আর্মি বলা হয়) ফরেভার।’
বিটিএস এর লিডার কিম নামজুনও এ ভুল বোঝাবুঝি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তাদের ওয়েভার্স অ্যাপে।
এই ভুল বোঝাবুঝি-কে ‘তিক্ত অভিজ্ঞতা’ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের ভক্তদের সঙ্গে খোলামনে অনুভূতি প্রকাশ করেছি, তারা জানেন আমরা কি বুঝাতে চেয়েছি।’
একই সঙ্গে সর্বশেষ ‘ইয়েট টু কাম’ গানের বার্তাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এটা শেষ নয়।’
এর আগে গত ১০ জুন মুক্তি পেয়েছে বিটিএস এর নতুন অ্যালবাম ‘প্রুফ’। এতে রয়েছে তাদের পুরানো হিটসহ কয়েকটি নতুন ট্র্যাক যেমন ‘ইয়েট টু কাম’, ‘রান বিটিএস’ এবং ‘ফর ইউথ’।