অপেক্ষার পালা শেষ। ১৭ জুন দেশের ৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা তালাশ। এই সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে বড় পর্দায় অভিষিক্ত হচ্ছেন আদর আজাদ।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অভিনয়শিল্পী ইলিয়াস কাঞ্চন, পরিচালক জাকির হোসেন রাজু, মোস্তাফিজুর রহমান মানিক, শামীম আহমেদ রনি ও সৈকত নাসির সবার সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন আদর আজাদকে।
সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন শবনম ইয়াসমিন বুবলী। নেশাগ্রস্ত একজন রকস্টারের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে তালাশ। সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির।
অনুষ্ঠানে আদর আজাদ বলেন, ‘জার্নিটা অনেক লম্বা। এই মুহূর্তটা অনেক ইমোশনাল। ফাইনালি আমার কোনো সিনেমা মুক্তি পাচ্ছে। সিনেমার জন্য আমি নাটক টিভিসি করা বন্ধ করে দিয়েছি।’
সিনেমার শুরুর ঘটনা জানিয়ে আদর বলেন, ‘প্রথম দিকে আমাকে সবাই চকলেট বয় বলত। বিশেষ করে সৈকত নাসির ভাই। তালাশ সিনেমা শুরুর সময় তিনি বলেছিলেন, সিনেমার সঙ্গে আমি যাই না। তার পর থেকে শুরু হয় আমার প্রিপারেশন। চকলেট বয় ইমেজ ভেঙে ফেলার প্রিপারেশন।’
সিনেমায় আদর আজাদের চরিত্রের নাম সুমন। তিনি জানান, প্রেম, সংগীত, বন্ধুত্ব সবই আছে সিনেমায়।
আদর অভিনীত প্রথম সিনেমা স্বপ্নে দেখা রাজকন্যা, সিনেমাটি এখনও মুক্তি পায়নি।
সিনেমায় নায়লা চরিত্রে অভিনয় করেছেন বুবলী। তিনি বলেন, ‘যারা প্রেম করেছেন, প্রেমে ব্যর্থ হয়েছেন বা সফল হয়েছেন, সবার সিনেমা তালাশ। যারা মিউজিক ভালোবাসেন, তাদের সিনেমাও তালাশ।’
সিনেমাটির পরিকল্পনা শুরু হয় করোনার সময়। নানা সীমাবদ্ধতা নিয়ে কাজ করতে হয় জানিয়ে বুবলী বলেন, ‘আমরা খুব সহজেই বাইরের দেশের সিনেমার সঙ্গে আমাদের দেশের সিনেমা তুলনা করি। কিন্তু আমাদের নানা সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। দর্শকদের বলব, আপনারা সিনেমাটি দেখুন, আশা করি হতাশ হবেন না।’
সিনেমার নির্মাতা সৈকত নাসির বলেন, ‘এ গল্পটি রাতের পর রাত জেগে ঠিক করেছি। আমি এবং আসাদ জামান মিলে ভেবেছি গল্পটি কীভাবে মানুষের কাছে যাবে, কীভাবে সাইকোলজিক্যালি দুর্দান্ত হয়ে উঠবে গল্পটি।’
আদর আজাদকে নিয়ে সৈকত নাসির বলেন, ‘আমার একটা এক্সট্রা অর্ডিনারি লুক দরকার ছিল। আমি এর আগে আদরকে নিয়ে একটা কাজ করেছিলাম, যার নাম ছিল ট্র্যাপ। সেখান থেকে আমার ধারণা ছিল আদর তালাশের চরিত্রটি করতে পারবে না। কিন্তু আদর সেটা করতে পেরেছে। এই সিনেমাটিকে সে বাঁচিয়ে তুলেছে।’
বুবলীকে নিয়ে পরিচালক বলেন, ‘বুবলী খুবই পাংচুয়াল, অনেস্ট। সেটে থাকলেও তাকে নিয়ে কোনো বাড়তি চিন্তা করতে হয় না। ১৭ ঘণ্টা ভিজে পরের দিন আবার অনটাইম সেটে এসেছেন তিনি, এটা আনভিলিবল।’
নিজের কাজ নিয়ে সৈকত নাসির বলেন, ‘আমি চেষ্টা করেছি ভিন্নভাবে গল্প বলার। আহামরি কিছু না, তবে আমার কাজ হিসেবে আলাদা। আমি চেষ্টা করি আলাদা আলাদা করে গল্প বলতে। তালাশ সিনেমায় সেই চেষ্টা আছে।’
সিনেমা মুক্তি সামনে রেখে মঙ্গলবার (১৪ জুন) রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন সিনেমাটির পরিচালক থেকে শুরু করে অভিনেতা, অভিনেত্রী এবং কলাকুশলীরা।
ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত তালাশ সিনেমার কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। এ সিনেমায় পাঁচটি গান রয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ। সিনেমাটি পরিবেশনা করছে দ্য অভি কথাচিত্র।