বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিনেমায় যেভাবে বক্ষ দেখাতে হয় সেভাবেই দেখাবেন স্বস্তিকা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ জুন, ২০২২ ১৯:১৭

স্বস্তিকা বলেন, ‘সময়টা ঠিক মনে নেই আমার। একটা ছবি পোস্ট করেছিলাম, যেখানে ব্রেস্ট নিয়ে অনেক আলোচনা ও কু-মন্তব্য হয়েছিল। সেখানে আমি বলেছিলাম যে আমি যখন পেশাগতভাবে নায়িকা, আমি যখন একটা সিনেমায় কাজ করছি, তখন যেভাবে দর্শকদের জন্য আমার বক্ষটাকে তুলে ধরা দরকার সেটা আমি করব।’

টালিউডের আলোচিত প্রথম সারির অভিনেত্রীদের অন্যতম স্বস্তিকা মুখোপাধ্যায়। তার অন্যতম কারণ কোনো রকম রাখঢাক না রেখে কথা বলাই পছন্দ তার।

এবারও আলোচনায় এসেছেন নিজের আসন্ন সিনেমা শ্রীমতী নিয়ে এক সাক্ষাৎকার দিয়ে। সেখানে অভিনেত্রী বলেছেন, নায়িকা হিসেবে, গ্ল্যামার দুনিয়ার মানুষ হিসেবে চরিত্রের প্রয়োজনে দর্শকদের জন্য আমার বক্ষটাকে যেভাবে তুলে ধরা দরকার সেভাবেই করব।

সিনেমাটির মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। আর এর গল্প একজন সাধারণ গৃহবধূকে ঘিরে। প্রতি মুহূর্তে সেই গৃহবধূকে কীভাবে বডি শেমিংয়ের মুখোমুখি হতে হয় এই গল্পও বলবে শ্রীমতী।

টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যম জি-২৪ ঘণ্টার সেই সাক্ষাৎকারে অভিনেত্রীর কাছে প্রশ্ন ছিল- সোশ্যাল মিডিয়ার যুগে যেভাবে বডি শেমিং হয়, সেটা নিয়ে মানুষ ইনসিকিউরিটিতে ভুগছে- বিষয়টি কীভাবে দেখছেন?

সেখানে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে স্বস্তিকা বলেন, ‘সময়টা ঠিক মনে নেই আমার। একটা ছবি পোস্ট করেছিলাম, যেখানে ব্রেস্ট নিয়ে অনেক আলোচনা ও কু-মন্তব্য হয়েছিল। সেখানে আমি বলেছিলাম যে আমি যখন পেশাগতভাবে নায়িকা, আমি যখন একটা সিনেমায় কাজ করছি, তখন যেভাবে দর্শকদের জন্য আমার স্তনটাকে তুলে ধরা দরকার সেটা আমি করব।’

টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত

এর কারণ ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, ‘আমি গ্ল্যামার দুনিয়ার একটা পার্ট, যেটা আমার কাজ-আমার রুটিরোজগার, তখন আমার চেহারাটাকে যেভাবে মানুষের সামনে তুলে ধরা দরকার, চরিত্রের জন্য হোক, এন্টারটেইনমেন্টের জন্য হোক, গ্ল্যামার মাথায় রেখে হোক, সেটা আমি বডি শিমার লাগাই, আমি প্যাডেড ব্রা পড়ি, আমি পুশআপ করি যেভাবেই হোক সেটা আমি করব।’

টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত

অভিনেত্রী বলেন, ‘কিন্তু আমার কাজ যেখানে শেষ হচ্ছে তার বাইরে আমি ব্যক্তিগতভাবে আমি ব্রা না পরে জামা পরে ছবি পোস্ট করি বা আমার চেহারার কোনো অঙ্গপ্রত্যঙ্গ কারও পছন্দ হোক আর না হোক বা আমি একটা প্যাডেড ব্রা পরলাম না- পুশআপ ব্রা পরলাম না সেটা নিয়ে মানুষের অসুবিধা হলে তার দায় আমার না।’

আগামী ৮ জুলাই মুক্তি পাবে শ্রীমতী। অর্জুন দত্তের পরিচালিত এই সিনেমায় অভিনেতা সোহম চক্রবর্তীর স্ত্রীর বেশে দেখা যাবে স্বস্তিকাকে।

এ বিভাগের আরো খবর