ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী মৌসুমী ও ওমর সানী। তাদের ২৭ বছরের দাম্পত্য জীবনে এখন বাজছে ভাঙনের সুর।
সানী জানিয়েছেন, দীর্ঘদিন কথা হয় না তাদের। তবে এই নির্বাক দাম্পত্যকে অভিমানের ফল হিসেবে দাবি করছেন এ অভিনয়শিল্পী।
দেড় মাস ধরে মৌসুমীর সঙ্গে কোনো কথা না হওয়ার কথা স্বীকার করে সোমবার বিকেলে নিউজবাংলাকে সানী বলেন, ‘এটা দম্পতিদের মধ্যে হয়েই থাকে। অনেক দিন কথা না বলা, অভিমান করা দাম্পত্য জীবনের স্বাভাবিক ব্যাপার। এটা কোনো ব্যাপার না। দোয়া করো, সবাই যেন ঠিকঠাক থাকি।’
সম্পর্কে শীতলতা তৈরির পেছনে অভিনেতা জায়েদ খানের ভূমিকার দিকেও ইঙ্গিত করেন সানী। আক্ষেপ করে তিনি বলেন, ‘একটা কথা মনে রাখবা। যারা মসজিদ ভাঙার চেষ্টা করে, তারা কোনোদিন ভালো হতে পারে না। সেটা যেই হোক, সে আমার বাবা হোক, তুমি হও। আমি মসজিদ কোথাও তৈরি করতে পারি, টাকা দিয়েও মসজিদ তৈরি করতে পারি, আবার তোমার সংসার যদি আমি জোড়া লাগায়ে দিই, সেটাও একটা মসজিদ হয়ে যায়।’
‘সানী-মৌসুমীর সংসার কি তাহলে ভেঙে যাচ্ছে’- এমন সরাসরি প্রশ্নে সানীর জবাব, ‘এ নিয়ে কোনো কথা বলতে চাই না। ভক্তরা দোয়া করলেই হবে।
‘এতকিছু চিন্তা করার টাইম নাই। এতকিছু চিন্তা করতে গেলে মানুষ পাগল হয়ে যাবে। দরকার নাই।’
রোববার জায়েদ খানের বিরুদ্ধে শিল্পী সমিতিতে সংসার ভাঙা ও হত্যাচেষ্টার অভিযোগ করেন ওমর সানী।
এর আগে শুক্রবার রাতে অভিনেতা ডিপজলের ছেলের বিয়েতে অভিনেতা জায়েদ খানকে চড় মারেন বলে দাবি করেন ওমর সানী। পরে জায়েদ খান পিস্তল উঁচিয়ে সানীকে হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।